স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম সমর্থক প্রার্থীদের মারধর করে তৃণমূল মনোনয়নপত্র দাখিল করতে দিল না বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ মানতে চায়নি।
রানিগঞ্জের চেলোদ হাইস্কুল পরিচালন সমিতির নির্বাচনে সোমবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। সিপিএম সমর্থক ৬ জন প্রার্থী রানিগঞ্জের নিমচা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের স্থানীয় নেতা চিত্ত নায়েক দাবি করেন, সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, “জিততে পারবে না বুঝতে পেরে ওরা নিজেরাই সরে দাঁড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আসানসোলের সিপিএমের সাংসদ বংশগোপাল চৌধুরির নেতৃত্বে সিপিএমের ছাত্র-যুব ও মহিলা সংগঠনগুলি সম্মিলিত ভাবে রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখান। তারপর ওসির হাতে দাবিপত্র তুলে দেন। বংশগোপালবাবুর অভিযোগ, সোমবার মনোনয়ন দাখিল করতে যাওয়ার সময় রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেবু মুর্মুর নেতৃত্বে তাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। স্কুলে ঢোকার সময় রেবুদেবী-সহ ছয় প্রার্থীকে মারধর করা হয়। কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল পরিচালিত রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি সেনাপতি মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, তাদের জয়ী প্রার্থী উত্তম বাউড়িকে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তিরাট কোলিয়ারি এলাকা থেকে অপহরণ করেছে সিপিএমের সমর্থকেরা। ওই অভিযোগের ভিত্তিতে সাড়ে আটটা নাগাদ পুলিশ উত্তমবাবুকে তিরাট কোলিয়ারি মাঝিপাড়া থেকে উদ্ধার করে। পুলিশের তিনটি গাড়ির মধ্যে একটি গাড়িতে উত্তমবাবুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর পর সিআই এবং ওসির গাড়িগুলিকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন মাঝিপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ওসি উদয় ঘোষ জানান, বিক্ষোভ নয়, তাঁদের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে এলাকাবাসী আলোচনা করতে চান।
ভোটার তালিকায় সংশোধনের দাবিতে স্মারকলিপি। ভোটার তালিকায় উপযুক্ত সংশোধন-সহ একাধিক দাবিদাওয়ার সমর্থনে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হিরাপুর ব্লক তৃণমূল কংগ্রেস। দলের নেতা লক্ষ্মণ ঠাকুর অভিযোগ করেন, ৪৪ নম্বর ওয়ার্ডের ইস্কো আবাসন এলাকায় অনেক বাসিন্দা অবসরের পর অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু এই এলাকার ভোটার তালিকায় তাঁদের নাম রয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা যেসব এলাকায় বসবাস করছেন সেখানকার ভোটার তালিকাতেও নাম উঠেছে তাঁদের। এরকম একাধিক নজির রয়েছে বলে দাবি করেন লক্ষ্মণবাবু। তিনি এই ভোটার তালিকার সংশোধনের দাবি জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, মহকুমার তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা নিয়মিত সরকারি সুবিধা পাচ্ছেন না। বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক অমিতাভ দাস। |