সিউড়ির এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া স্মরজিত্ বসুর মৃত্যুর ঘটনার তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৭ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ওই নির্দেশ দেন। এদিন সেই নির্দেশের প্রতিলিপি কোচবিহারে মৃতের ছাত্রের পরিবারের সদস্যদের কাছে এসেছে। গত ৬ মে কোচবিহারের পাটাকুড়া এলাকার বাসিন্দা সিউড়ির বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র স্মরজিত্ সিউড়ির তিলপাড়া গ্রামের পাতরা পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মারা যান। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পরিকল্পিত ভাবে স্মরজিত্কে খুন করা হয়েছে। সন্দেহভাজন পাঁচ সহপাঠীর নাম উল্লেখ করে পরিবারের তরফে সিউড়ি সদর থানায় খুনের অভিযোগও দায়ের করা হয়। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় গত জুলাই মাসে মৃতের পরিবারের তরফে দ্রুত তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়। সিআইডিকে ৪ মাসে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
|
গভীর রাতে পড়শি বধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। বিহার লাগোয়া মালদহের হরিশ্চন্দ্রপুরের জয়রামপুর এলাকায় শুক্রবার রাতে ওই ঘটনাটি ঘটেছে। রাতেই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বধূর প্রাথমিক চিকিত্সা করানো হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার বিকালে নির্যাতিতা বধূ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার গভীর রাতে ঘরের পাশে শৌচাগারে যাওয়ার পথে দুই যুবক বধূর উপর ঝাপিয়ে পড়ে বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে বধূর শাড়ি জোর করে খুলে কামড়ে দেওয়া হয়। অভিযুক্ত দুই যুবক সম্পর্কে খুড়তুতো ভাই বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।” অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজন স্থানীয় হাটে পাট কেনা বেচার কাজ করেন, অন্যজন দিল্লিতে কাজ করেন।
|
পাহাড়ে টানা বন্ধের সময় ধৃত গোর্খা জনমুক্তি মোর্চার দুই পুর কাউন্সিলর শুভময় চট্টোপাধ্যায় ও মীরা শর্মাকে জামিন-মুক্তি দিল দার্জিলিং আদালত। শনিবার দুটি ভিন্ন আদালতে তাঁদের জামিন আর্জি মঞ্জুর হয়। শুভময়বাবুর বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ ও তাকদা পর্যটন আবাস পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাঁকে গত ১৩ অগস্ট পুলিশ গ্রেফতার করে। একই সময়ে মীরা দেবীকেও পুলিশ জাতীয় সড়ক অবরোধের অভিযোগে ধরেছিল।
|
আগুন লেগে দার্জিলিং শহরের ৩টি ওষুধের দোকান ও একটি রেস্তোরাঁর ক্ষতি হয়েছে। শনিবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে দার্জিলিঙের হাসপাতাল রোডে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কিন্তু, কী ভাবে আগুন লেগেছে তা পুলিশ ও দমকলের কাছে স্পষ্ট নয়। দমকলের এক অফিসার জানান বিভাগীয় তদন্তে আগুন লাগার কারণ বোঝা যাবে।
|
পুজোর আগেই ২০ শতাংশ বোনাস পাওয়ার আশ্বাস পেলেন তরাই ডুয়ার্সের চা বাগানগুলির শ্রমিকেরা। শনিবার বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে চা বাগান কর্তৃপক্ষ কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এই আশ্বাস মিলেছে বলে দাবি করেছেন আইএনটিটিইউসি নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। চা শ্রমিকদের অন্যান্য আর্থিক সুযোগসুবিধা দেওয়ার দাবিও বৈঠকে জানানো হয়েছে।
|