স্কুলের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে চোপড়ায়। বোমা-গুলি ছুড়ে দু’পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল সমর্থকদের ছোড়া ছররায় ৩ সিপিএম সমর্থক আহত হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কয়েকজন পুলিশ কর্মীও জখম হন বলে জানানো হয়েছে।
যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করে সিপিএমের বিরুদ্ধেই পাল্টা হামলা চালানোর অভিযোগ তুলেছে। এদিন সকাল থেকেই সমিতির ৬টি আসনে মনোনয়ন দেওয়া নিয়ে স্কুল লাগোয়া এলাকায় উত্তেজনা ছিল। সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে বেশ কয়েক বার সংঘর্ষও বেধে যায়।
দু’পক্ষের গোলমাল থামাতে গেলেও পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে দু’দলের সমর্থকদের বিরুদ্ধেই। ঢিলেএক এএসআই সহ চার কনস্টেবল জখম হয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। এসডিপিএ সুবিমল পাল বলেন, “অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা হবে।”
সিপিএম-এর চোপড়া জোনাল কমিটির সম্পাদক আনারুল হকের অভিযোগ, “এ দিন মনোনয়ন দিতে যাওয়ার সময় আমাদের সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। আমাদের সমর্থকরা শান্তই ছিলেন।” যদিও পুরো বিষয়টি অস্বীকার করে তৃণমূলের চোপড়ার নেতা সাইন আখতারের পাল্টা অভিযোগ, “মিথ্যা অভিযোগ করা হয়েছে। সিপিএমই আমাদের সমর্থকদের উপর প্রথমে হামলা চালিয়েছে। পরে পুলিশ এলে সিপিএমের দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারেন।” |