ট্যাক্সিকে ধাক্কা, উল্টে গেল যাত্রীবোঝাই বাস
নিজস্ব সংবাদদাতা |
ট্যাক্সিকে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস। ওই ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী-সহ পাঁচ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে আশুতোষ মুখার্জি রোডে। পুলিশ জানায়, ফটিক মিস্ত্রি এবং শেখ সইদুল নামে দুই আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাস্তার মাঝখানে মিনিবাসটি উল্টে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রাস্তার যান চলাচল। ফলে যানজট হয়। পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গড়িয়া স্টেশন রুটের ওই মিনিবাস ভবানীপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। পরে ফুটপাথের রেলিং ও গাছে ধাক্কা মেরে যাত্রী নিয়েই মাঝ রাস্তায় উল্টে যায় মিনিবাসটি। এতে ওই বাসের চার যাত্রী আহত হন। পুলিশ জানায়, ওই সময়ে ফটিক মিস্ত্রি নামে এক হকার ফুটপাথে রান্না করছিলেন। মিনিবাসটি রেলিং-এ ধাক্কা মারলে কড়াইয়ের গরম তেল ছিটকে এসে ফটিকের গায়ে পড়ে। তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সামনে কোনও গাড়ি চলে আসার কারণেই নিয়ন্ত্রণ হারায় ওই মিনিবাসের চালক। দুর্ঘটনার সময়ে মিনিবাসটির গতি বেশি ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই ওই মিনিবাসের চালক পলাতক।
|
ঘেরাও থেকে পিছু হটে ছাত্ররা রিলে অনশন চালিয়ে গেলেও, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার ফের জানিয়ে দিলেন, অভিযুক্ত দুই ছাত্রের শাস্তির সিদ্ধান্ত থেকে তাঁরা সরছেন না। র্যাগিংয়ের অভিযোগে দুই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া বুধবার বিকেল থেকে ৫০ ঘণ্টা ঘেরাও করে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে। শুক্রবার সন্ধ্যায় ঘেরাও তুলে নিলেও, রাত থেকে রিলে অনশনে বসেন ওই পড়ুয়ারা। শনিবারও সেই অনশন চলেছে। তবে কলা বিভাগের পড়ুয়ারা এই অনশনে যোগ দেননি। ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের (ফেটসু) সাধারণ সম্পাদক শৌভিক মুখোপাধ্যায় এ দিনও বলেন, “আমরা দাবি থেকে সরছি না। ফের র্যাগিং-বিরোধী কমিটি তৈরি করে ওই দুই ছাত্র সত্যিই র্যাগিং করেছে কি না, বিশ্ববিদ্যালয় তা পুনর্বিবেচনা করুক।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ এ দিন বলেন, “আমরা কোনও ভাবেই সিদ্ধান্ত বদল করতে পারব না। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।”
পুরনো খবর: কর্তৃপক্ষ অনড়ই, ৫০ ঘণ্টা পরে ঘেরাওমুক্ত যাদবপুর
|
বেআইনি অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে, জোড়াসাঁকো থানা এলাকার মদনমোহন বর্মণ স্ট্রিটে। ধৃতের নাম মহম্মদ রাইবার। সে ওই এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, বেআইনি অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে ওই যুবকের খোঁজে তল্লাশি চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন পুলিশ ওই যুবকের বাড়িতে হানা দেয়। সেখান থেকে কার্তুজ ভরা একটি ওয়ান শটার উদ্ধার হয়। তার পরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, নানা অভিযোগে ওই যুবককে আগেও কয়েক বার ধরা পড়েছে। এ দিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন।
|
পার্কিংয়ে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাচ ভেঙে চুরি হয়ে গেল কয়েক হাজার টাকা। শুক্রবার, নাকতলা এলাকার একটি বহুতল থেকে। গাড়ির মালিক, অভিনেতা কাঞ্চন মল্লিকের অভিযোগ, ওই রাতে পার্কিংয়ে তিনি গাড়ি রেখেছিলেন। কাচও তোলা ছিল। পর দিন গাড়ি বার করতে গিয়ে দেখেন, গাড়ির কাচ ভাঙা। খোয়া গিয়েছে একটি ব্যাগ। তাতে কয়েক হাজার টাকা, প্যান কার্ড, ভোটার কার্ড ছিল। পুলিশ জানায়, নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে দুষ্কৃতীরা কাচ ভেঙে চুরি করেছে।
|
ট্রামের তার ছিঁড়ে শনিবার সন্ধ্যায় ব্যাপক যানজট হল মহাত্মা গাঁধী রোড ও রবীন্দ্র সরণিতে। ট্র্যাফিক সূত্রে খবর, একটি ট্রামের তার ছিঁড়ে গেলে পর পর ট্রাম দাঁড়িয়ে যায়। সেটি সরাতে ঘণ্টাখানেক সময় লাগে। ফলে যানবাহন আটকে ভোগান্তি হয় পুজোর বাজার করতে আসা মানুষের। ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
কাজের দিনে পরীক্ষামূলকভাবে লোক আদালত চালু হল বিধাননগর এসিজেএম আদালতে। শনিবার এক টেলিফোন সংস্থার বকেয়া বিল নিয়ে ৩৭৭টি অভিযোগের বিচার হয়। সূত্রের খবর, প্রায় ৫০টি অভিযোগের মীমাংসা হয়েছে। বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অপূর্ব ঘোষ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস এস গঙ্গোপাধ্যায় প্রমুখ বিচারক হিসাবে হাজির ছিলেন।
|
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লেগে আতঙ্ক ছড়াল। শনিবার, বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির ঘরে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান দফতরের কর্মীরা।
|
দেড় বছরের একটি শিশুর দেহ উদ্ধার হল টালি নালা থেকে। শনিবার বেলা আড়াইটের ঘটনা। কালীঘাট থানা সূত্রের খবর, সোম দেব নামে ওই শিশুর বাড়ি কালীঘাট রোডে। এ দিন স্থানীয় এক মহিলা টালি নালায় তার দেহ ভাসতে দেখে পাড়ার লোকজনকে জানান। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে।
|
শনিবার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল হরিদেবপুর থানা এলাকার এম জি রোড থেকে। মৃতের নাম অরূপ ভট্টাচার্য (২৮)। পুলিশের অনুমান, মানসিক অবসাদেই এই আত্মহত্যা। |