টুকরো খবর
তেরোয় ঘর ছেড়ে ফের ঘরে ৩৮-এ
এ দেখো আম্মা পায়ের কাটা দাগ। আব্বা, ছোট বেলার দাগটাও কপালে রয়ে গিয়েছো। ৩৮ বছরের যুবকের সামনে দাড়িয়ে সত্তোরোর্ধ্ব দম্পতি। সামনে যে যুবক দাঁড়িয়ে রয়েছে, ওই যে তাদের হারিয়ে যাওয়া ছেলে, সেটা বিশ্বাসই করতে পারেননি দম্পতি। ছেলে মা-বাবাকে সামনে পেয়ে, নানা ঘটনা বলে চেনানোর চেষ্টা করছেন। ২৫ বছর আগের কথা। দশ ভাই-বোনের সংসারে অভাব ছিল। তাই ১৩ বছর বয়সেই কাজের খোঁজে বাড়ি থেকে পালিয়ে যায় সইফুদ্দিন। তার পর থেকে বাড়ির সঙ্গে আর কোনও যোগাযোগ নেই। বাড়ি থেকে পালিয়ে গুয়াহাটি হয়ে উত্তরপ্রদেশে। সেখানেই নির্মাণ শ্রমিকের কাজ শুরু করে সাইফুদ্দিন। ২৫ বছর ধরে ভিন রাজ্যে থাকায় ভাষা বদলে যায় সাইফুদ্দিনের। প্রথম দিকে বাড়ির লোক খোঁজাখুজি করলেও, কিছু দিন পরেই হাল ছেড়ে দিয়েছিলেন। পরিবারের অনেকেই ধরে নিয়েছিলেন ছেলে বেঁচে নেই। বৃহস্পতিবার দুপুরে সেই ছেলে এসে হাজির বাড়ির উঠোনে। শুক্রবার দুপুরে রহমত আলি এবং কমেলা বিবি ফিরে পান তাঁদের মেজো ছেলেকে। খবর পেয়ে ততক্ষণে বাড়ির উঠোনে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরাও। সাইফুদ্দিন বলেন, “কয়েক দিন ধরে খুব বাড়ির কথা মনে পড়ছিল। তাই আর থাকতে পারছিলাম না। বাড়ি ফিরব কেমন করে? ঠিকানা তো ভুলে গিয়েছিলাম। শুধু বাসস্ট্যান্ডের নাম মনে ছিল।”

মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা
মদ খাওয়ার টাকা না পেয়ে স্ত্রীর গলা টিপে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বাত সাড়ে বারোটায় ইংরেজবাজার থানার ভগবানপুর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম রেখা বিবি (২৩)। ঘটনার পরে মৃত বধূর শাশুড়ি এবং শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ বছর আগে শোভানগরের কাউয়াখোল গ্রামের রেখার সঙ্গে ভগবানপুরের ঠিকা শ্রমিক সালাম হোসেনের বিয়ে হয়। তাঁদের একটি দেড় বছরের মেয়ে রয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, মদ্যপানকে কেন্দ্র করে প্রায় দিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার রাতেও স্ত্রীর কাছে মদের টাকা চেয়ে না পেয়ে সালাম চিৎকার করতে থাকে বলে পড়শিরা অভিযোগ করেছে। এরপরে মারধর করায় রেখা অসুস্থ হয়ে পড়ায় সালামই তাকে বাইকে চাপিয়ে মিল্কি হাসপাতালে নিয়ে যায় বলে জানা গিয়েছে। হাসপাতালে রেখা বিবিকে মৃত ঘোষণা করা হয়। তার আগেই অবশ্য সালাম পালিয়ে যায় বলে বাসিন্দাদের দাবি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

হুমকির অভিযোগ
ধর্ষণকারীকে গ্রেফতার না করে উল্টে ধর্ষিতা নাবালিকার পরিবারকে জেলে ভরার হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদহ জেলা পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার ধর্ষিতা নাবলিকার বাবা-মা গিয়ে ওই অভিযোগ জানান পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “পুলিশ অফিসে ধর্ষিতা নাবালিকার বাবা ও মা এসেছিলেন। আমি একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় ওই ধর্ষিতা নাবালিকার পরিবার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে বলেছিলাম। তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ যদি সত্যি হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ধর্ষিতার পরিবরের থেকে অভিযোগ পাওয়ার পরই অতিরিক্ত পুলিশ সুপার রতুয়া থানার ওসিকে ডেকে পাঠিয়ে পুরো ঘটনার রিপোর্ট তলব করেন।

ধর্ষণের অভিযোগ
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার মানিকচক থানার লালবাথানি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবক গ্রাম ছেড়ে পালিয়েছে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী দুপুরবেলায় গরু খুঁজতে মাঠে গিয়েছিল। প্রতিবেশি যুবক ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পরে গ্রামবাসীরা নির্যাতিতা ওই ছাত্রীকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে ভর্তি করান।

টাকা বিলির নালিশ
পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ছিন্নমস্তা কলোনীতে ভোটারদের মধ্যে টাকা বিলি করার অভিযোগে আরএসপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তৃণমূল সমর্থকরা কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “নকল ইভিএম সহ তাকে গ্রেফতার করা হয়েছে।”

গাড়ি চুরির নালিশ
চালকের বাড়ির সামনে থেকে এক ব্যবসায়ীর গাড়ি চুরির অভিযোগ উঠেছে বালুরঘাটে। বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার পতিরামের উত্তর রায়পুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.