|
|
|
|
ভোটের স্বার্থে বাহিনী তুলতে নারাজ রাজ্য, দাবি মোর্চার
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
লোকসভা ভোটে ‘রাজনৈতিক ফয়দা তোলা’র জন্যই পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারে নারাজ রাজ্য সরকার। গোর্খা জনমুক্তি মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী শুক্রবার এই কথা বলেছেন। তাঁর কথায়, “কেন্দ্র চাইলেও আগামী লোকসভা ভোটে রাজনৈতিক ফায়দা তুলতে রাজ্য সরকার এখন পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী সরাবে না। কারণ, তা হলে বাংলা বিভাজন করতে দেওয়া হবে না বলে তাঁরা সমতলে যে প্রচার করছেন, তা আর করা যাবে না।”
তবে দার্জিলিং পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মহাকরণে চিঠি পাঠিয়েছে জেনে মোর্চা নেতৃত্ব খুবই খুশি। মোর্চা সূত্রের খবর, জিটিএ-র অফিসারদের কয়েকজনের সাহায্যে মহাকরণে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিশদে জানার চেষ্টা করছেন তাঁরা। নয়াদিল্লি থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে। হরকাবাহাদুর বলেন, “আমরা তো কবে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাহাড় থেকে তোলার জন্য বলছি। পাহাড়ে শান্তি রয়েছে। কেন্দ্রীয় বাহিনী রেখে অশান্তি রয়েছে বলে বোঝানোর চেষ্টা হচ্ছে।”
সরকারি সূত্রের খবর, বৃহস্পতিবার মহাকরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে তিন দফায় দার্জিলিং থেকে কেন্দ্রীয় বাহিনী তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি মাসেই সেই প্রক্রিয়া শুরু করতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, পাহাড়ে হুটহাট আন্দোলনের ফতোয়া দিয়ে অশান্তি তৈরির চেষ্টা অব্যাহত থাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী সরানো যাবে না। সে কথা রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে শিলিগুড়িতে বলেছেন, “আইন মেনেই সব পদক্ষেপ করছে রাজ্য সরকার।” মন্ত্রীর অভিযোগ, “কেন্দ্র নানা কৌশলে পাহাড়ে অস্থিরতা জিইয়ে রাখার চেষ্টা করছে।” |
|
|
|
|
|