|
|
|
|
জেলা পরিষদ প্রাঙ্গণে সভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ক্যাম্পাসে এসে প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ ক্যাম্পাসের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে ওই সভা হবে। শুক্রবার বিকেলে সভাস্থল পরিদর্শনে আসেন জেলাশাসক গুলাম আলি আনসারি, পুলিশ সুপার ভারতী ঘোষ, মেদিনীপুরের বিধায়ক তথা এমকেডিএ’র চেয়ারম্যান মৃগেন মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ প্রমুখ। সঙ্গে জেলা পুলিশ-প্রশাসনের আরও কয়েকজন আধিকারিক ছিলেন। শুরুতে প্রশাসনিক সভায় যাঁরা আসবেন, তাঁরা কোন দিক থেকে ঢুকবেন, কী ভাবে বেরোবেন, মুখ্যমন্ত্রীই বা কোন দিক দিয়ে এই সদনে পৌঁছবেন, তা দেখা হয়।
রাজ্যে পালাবদলের পর বহুবার জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা করেছেন। কখনও সভা হয়েছে মেদিনীপুরে। কখনও বা ঝাড়গ্রামে। কিন্তু শুরু থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দখল ছিল সিপিএমের হাতে। তাই মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রী কখনও জেলা পরিষদ ক্যাম্পাসে আসেননি। এমনকী, তাঁর প্রশাসনিক বৈঠকে ডাক পাননি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। সদর শহরে যতবার প্রশাসনিক সভা হয়েছে, তার সবক’টিই হয়েছে সার্কিট হাউসে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতায় এসেছে তৃণমূল। ফলে, এখন তাঁর জেলা পরিষদ ক্যাম্পাসে আসতে সমস্যা নেই।
আগামী ২৫ সেপ্টেম্বর শিলদায় তাঁর সভা রয়েছে। ওই দিন রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন। পরদিন অর্থাৎ, ২৬ সেপ্টেম্বর প্রশাসনিক সভা করবেন। জেলা প্রশাসন সূত্রে খবর, শুরুতে ঠিক ছিল, এ বারের প্রশাসনিক সভা হবে জেলা পরিষদ ক্যাম্পাসে। তবে শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে নয়, শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনের সভাঘরে। পরে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত বদল করা হয়। ঠিক হয়, পরিকল্পনা ভবনের সভাঘরের বদলে সভা হবে প্রদ্যোৎ স্মৃতি সদনে। |
|
|
|
|
|