সংগঠনের হাল ফেরাতে বর্ধিত সভা এসএফআইয়ের |
জেলা সম্মেলনে নতুন কমিটি গঠনের এক বছরের মধ্যেই ধুঁকছে এসএফআইয়ের সংগঠন। এর মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী নিস্ক্রিয় হয়ে পড়েছেন। কর্মসূচি পালনে সে ভাবে আগ্রহ দেখাচ্ছেন না। সংগঠনের অধিকাংশ কলেজ ইউনিটও সেভাবে সক্রিয় নয়। পরিস্থিতি দেখে জেলা কমিটির বর্ধিত সভা ডাকল এসএফআই। আগামী ২৮ সেপ্টেম্বর মেদিনীপুর শহরে ওই সভা হবে। সভায় উপস্থিত থাকার কথা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস প্রমুখের। সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য ছাড়াও বাছাই করা কয়েকজন ছাত্র নেতাকর্মী বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। কেন এই সভা? এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “এটা আমাদের সাংগঠনিক সভা। ভবিষ্যতের কিছু কর্মসূচি নিয়ে আলোচনা হবে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে। তবে যত চক্রান্তই হোক, ক্যাম্পাসে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এসএফআই ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করবে।”সংগঠন সূত্রে খবর, গত এক বছরে যে ক’টি জেলা কমিটির সভা হয়েছে, তাতে একাংশ সদস্য গরহাজির থেকেছেন। এমনকী, একাংশ নেতা গরহাজির থাকার কারণও জানাননি। পরিস্থিতির গুরুত্ব বুঝেই বর্ধিত সভার আয়োজন।
|
বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত |
এক বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। শুক্রবার সকালে খড়্গপুর লোকাল থানা এলাকার গেড়িয়াশুলি গ্রামে ঘটনাটি ঘটে। এ দিন সকালে খড়্গপুর লোকাল থানার কলাইকুণ্ডা ফাঁড়ির পুলিশ ওই মহিলার পলাশ ঘোষকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে গোকুলপুরের সবিতা সাঁতরার সঙ্গে বিয়ে হয় পলাশ ঘোষের। তাঁদের একটি আট বছরের ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে থাকেন সবিতাদেবী। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ দিন রাতে সবিতাদেবীর বাবা হলধর সাঁতরা পুলিশে জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “বিয়ের পর থেকেই টাকা নিয়ে আসার জন্য সবিতাকে চাপ দিত পলাশ। সেই নিয়েই অশান্তি চলত। পণের দাবিতেই সবিতার গায়ে পলাশ আগুন লাগিয়ে দিয়েছে।” যদিও পুলিশের কাছে সবিতাদেবী জানান, রান্না করতে গিয়েই গায়ে আগুন লেগে গিয়েছে।
|
মেদিনীপুর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার (মহিলা বেসিক কলেজ) ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল শুক্রবার। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সঙ্ঘমিত্র মাকুড়, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, কলেজের অধ্যক্ষা সবিতা দেব রায় প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন। সংস্কারের পর একটি ক্লাসরুমের উদ্বোধন হয়। পাশাপাশি, কলেজের দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। নাম ‘নবাঙ্কুর’।
|
প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের খোঁজে এ বার জেলায় চোখ রাখছে সিএবি। আজ, শনিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এক শিবিরে মহিলা ক্রিকেটাররা যোগ দেবেন। এঁদের মধ্যে থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে নেওয়া হবে। আগামী দিনে যাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিবিরে উপস্থিত থাকার কথা ঝুলন গোস্বামীর। জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য বিদ্যুৎ বসুর কথায়, “প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের খুঁজে বের করতে সিএবি-র এই উদ্যোগ।” বাংলা ক্রিকেটের উঠতি প্রতিভাদের নিয়ে কয়েক দিন আগে খড়্গপুরে সিএবির এক আবাসিক শিবিরও হয়।
|
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। শুক্রবার খড়্গপুর-১ ব্লকের কাছড়ার ভেটিয়াচণ্ডী হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সমিতির ৬টি আসনে বামেরা মনোনয়ন জমা না দেওয়ায় জয়ী হল তৃণমূল। ওই সমিতি তৃণমূলের দখলেই ছিল। সিপিএমের জোনাল সম্পাদক কমল পলমলের দাবি, এলাকায় সাংগঠনিক দুর্বলতার কারণে প্রার্থী দেওয়া যায়নি। তৃণমূল ব্লক সভাপতি শক্তি মণ্ডল বলেন, “সিপিএমের পাশে কেউ নেই বলে তারা প্রার্থী খুঁজে পায়নি।” অন্য দিকে, কেশিয়াড়ির নছিপুর আদিবাসী হাইস্কুলেও পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। |