শিশুর সেরা আশ্রয় মায়ের কোল, রায় কোর্টের
শিশু মাতৃক্রোড়েই সুন্দর, বলেছিলেন লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ও রায় দিলেন, চোদ্দো মাসের শিশু থাকবে মায়ের কোলেই। শিশুর পক্ষে মায়ের কোনও বিকল্প হয় না।
কলকাতা হাইকোর্টে একটি মামলায় বিচারপতি সঞ্জীব শুক্রবার জানিয়ে দেন, শিশুকে মায়ের কোল থেকে কেউ কেড়ে নিতে পারে না। স্বামীও না। কোনও শিশু কল্যাণ সমিতি তো নয়ই। কারণ, মায়ের কাছ থেকে শিশুকে কেড়ে নিয়ে হোমে পাঠানোর কোনও আইনি অধিকারই নেই শিশু কল্যাণ কমিটির।
শিশুপুত্রের এক্তিয়ার নিয়ে সংযুক্তা রায় নামে এক কলেজ-শিক্ষিকা এবং তাঁর স্বামীর বিরোধ শিশু কল্যাণ কমিটি পর্যন্ত গড়িয়েছে। শিশু কল্যাণ কমিটি সংযুক্তাদেবীকে চিঠি পাঠিয়ে জানায়, ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারই শিশুটিকে তাদের হাতে তুলে দিতে হবে।
২০১১ সালে সংযুক্তাদেবীর বিয়ে হয়। বিয়ের দু’মাস পর থেকেই তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতে থাকে বলে ওই শিক্ষিকার অভিযোগ। তাঁর আরও অভিযোগ, দু’মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন। সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত স্বামী তাঁকে এক বার টেলিফোনও করেননি। কিন্তু ছেলে জন্মানোর পরে স্বামী শিশুটিকে দাবি করেন। তাঁর সন্তান তাঁকে দেওয়া হচ্ছে না বলে থানায় অভিযোগও জানান তিনি। মহিলার অভিযোগ, সন্তানকে না-পেয়ে তাঁর স্বামী শিশু কল্যাণ কমিটির দ্বারস্থ হন। ওই কমিটি তাঁর শিশুপুত্রকে কোনও হোমে পাঠিয়ে দেওয়ার চেষ্টায় ছিল বলে মহিলার অভিযোগ।
সংযুক্তাদেবী এই ব্যাপারে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার সেই মামলার শুনানির কথা ছিল না। কিন্তু শিশু কল্যাণ কমিটি এ দিনের মধ্যেই শিশুটিকে তাদের হাতে দিতে হবে বলে জানিয়েছিল। নিজের ছেলেকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দিতে হতে পারে, এই আশঙ্কায় সংযুক্তাদেবী নিরুপায় হয়েই উচ্চ আদালতে ছুটে আসেন। নিজের আইনজীবীর মাধ্যমে তিনি বিচারপতির কাছে আর্জি জানান, মামলাটি যেন এ দিনই শোনা হয়।
মায়ের আবেদন শোনেন বিচারপতি সঞ্জীব। তার পরে বলেন, মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে কোনও হোমে পাঠানো যায় না। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি জানান, শিশু কল্যাণ কমিটির এই এক্তিয়ারও নেই। সংযুক্তাদেবীকে আশ্বস্ত করে বিচারপতি বলেন, তাঁর সন্তানকে ওই কমিটির হাতে দেওয়ার নির্দেশ কার্যকর হবে না। শিশু থাকবে মায়ের কাছেই। এতটুকু শিশুকে কোনও ভাবেই মায়ের কাছ থেকে আলাদা করা যায় না। শিশুর দেখভালের ক্ষেত্রে মায়ের কোনও বিকল্প হয় না। বাবা চাইলে সপ্তাহে তিন দিন এক ঘণ্টা সন্তানকে কাছে পেতে পারেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.