রায়না থানার শ্যামসুন্দরে আদর্শ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূলের রায়না ১ ব্লকের সভাপতি শৈলেন সাঁই বলেন, “এই স্কুল থেকে কয়েকদিন আগে ১১টি কম্পিউটার চুরি গিয়েছিল। তার ফলে ছাত্রীদের কম্পিউটার শেখাই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু পুলিশ চুরির হদিশ করতে পারেনি। চুরির কিনারা না হওয়া নিয়ে নব নির্বাচিত অভিভাবক সমিতি ক্ষোভ প্রকাশ করেছে।”
|
পুরভোটের আগের দিন বর্ধমানের এক পানশালা থেকে দু’টি নাইন এমএম পিস্তল ও দু’টি ম্যাগাজিন-সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককেও। ধৃতদের নাম সাবির শেখ ও রাজু চৌধুরী। এসপি জানান, বিভিন্ন অতিথিশালা, হোটেল ইত্যাদি নানা জায়গায় তল্লাশি চালাতে গিয়েই এই দু’জনের খোঁজ মিলেছে। পুরভোটের বিজ্ঞপ্তি জারি করার সময় অর্থাৎ ১৬ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৬০ রাউন্ড গুলি, ২২৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সবমিলিয়ে ধরা হয়েছে ৫৭ জনকে।
|
শুক্রবার সকালে মঙ্গলকোটের মাথরুল গ্রামের একটি অগ্নিদ্বগ্ধ বাড়ি থেকে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম হারু প্রধান (৩৫)। মৃতের বাড়ি মঙ্গলকোটের ভাল্যগ্রামে। মাথরুল গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩ বছর আগে পেশায় ভ্যানচালক হারু প্রধানের সঙ্গে বিয়ে হয় মিঠুদেবীর। ওই দম্পতির ১১ ও ৯ বছরের দু’টি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ওই দম্পতি শ্বশুরবাড়িতেই থাকত। বছর দেড়েক আগে মাথরুল গ্রামেই একটি বাড়ি তৈরি করে থাকতে শুরু করে তাঁরা। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রায় রাতেই মদ খেয়ে তাঁকে মারধর করতেন হারুবাবু। বৃহস্পতিবার রাতে হারুবাবু ও তাঁর স্ত্রী মিঠুদেবীর মধ্যে গোলমাল হয়। তারপর তিনি তাঁকে দরজায় শিকল দিয়ে প্রতিবেশির বাড়িতে চলে যান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে হারুবাবুর বাড়ি পুড়তে দেখা যায়। পুলিশ আসার আগে পুরো বাড়ি পুড়ে যায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ি পুড়তে দেখেও কেউ এগিয়ে আসেননি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রতিবেশীরা অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। |