টুকরো খবর
বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি সিটুর
পুজোর আগে বিড়ি শ্রমিকদের ফের মজুরি বৃদ্ধির দাবি তুলল সিটু। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিস্তীর্ণ এলাকার প্রায় ছ-লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন। প্রতি হাজার বিড়ি বাঁধা বাবদ তাঁদের আয় ৭৫ টাকা। সিটুর দাবি এই মজুরি বাড়িয়ে সরকারের ন্যুনতম মজুরি ১৬৩ টাকা দিতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের কাছে সাড়া না পাওয়ায় আগামী ২৬ সেপ্টেম্বর জেলায় বিড়ি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। বৃহস্পতিবার সিপিএমের বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সভাপতি চিত্তরঞ্জন সরকার রঘুনাথগঞ্জে এক বিড়ি শ্রমিক সমাবেশে বলেন, “রাজ্য সরকার এক বছরের মধ্যে বিড়ি শ্রমিকদের নন্যুনতম মজুরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত শ্রমিকরা তা পাচ্ছেন না। আমরা চেয়েছিলাম সমস্ত শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে একসঙ্গে আন্দোলনে নামতে। কিন্তু অন্যান্য সংগঠনগুলো আমাদের সেই ডাকে সাড়া দেয়নি।” সামনে লোকসভা নির্বাচন বলেই কি এমন দূরে দূরে থাকার সিদ্ধান্ত? আইএনটিটিইউসি, আইএনটিইউসি ও এসইউসির বিড়ি শ্রমিক সংগঠনের নেতারা স্পষ্ট জানাচ্ছেন, তাঁরাও চান যে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়িয়ে ন্যুনতম সরকারি মজুরি দেওয়া হোক। কিন্তু রাজনৈতিক কিছু বাধ্যবাধকতার কারণেই এই মুহূর্তে বামেদের সঙ্গে দূরত্ব বজায় রাখা হচ্ছে।

বিশ্বকর্মা পুজোয় গণ্ডগোল
পাড়ার বিশ্বকর্মা পুজো ঘিরে হাতাহাতিতে জড়িয়েছিল দু’ পক্ষ। ক্রমে তাতে রাজনৈতিক রং লাগে। বিবাদ গড়ায় বোমা-গুলিতে। কংগ্রেস ও তৃণমূলের এই গণ্ডগোলের সময় গুলিতে জখম হন এক যুবক। শাসকদের দাবি, কুুরুরাম ঘোষ নামে ওই যুবক তাদের সমর্থক। কংগ্রেস অবশ্য ওই যুবককে গুলি করার অভিযোগ মানতে চায়নি। বৃহস্পতিবার দুপুরে সালারের রাইগ্রামের এই ঘটনায় অল্প জখম হয়েছেন বৈদ্যনাথ ঘোষ এবং সাক্ষীগোপাল বিশ্বাস নামে আরও দু’জন। পুলিশ জানায়, দুই কংগ্রেস সমর্থককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হন দু’দলেরই জনা সাতেক সমর্থক। ফের বুধবার রাতে নারায়ণ হাজরা নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে কংগ্রেস হানা দেয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বৃহস্পতিবার এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে কংগ্রেস। তৃণমূল সমর্থক কুরুরাম ঘোষের হাত ঘেঁষে গুলি বেরিয়ে যায়। অভিযোগ, কয়েকজন তৃণমূল সমর্থককে মারধরও করা হয়। তৃণমূলের সালার ব্লক সভাপতি গোলাম সালে খাঁ বলেন, “লোকসভার আগে আমাদের দুর্বল করতে কংগ্রেস হামলা চালিয়েছে।” কংগ্রেসের কান্দি মহকুমা সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “মিথ্যা অভিযোগ। বিনা কারণে আমাদের দুই কর্মীকে ধরেছে পুলিশ।” কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “সংঘর্ষ হয়েছে। তবে গুলি চালানোর বিষয়টি তদন্ত সাপেক্ষ।”

ডাকাতিতে সাজা
ডাকাতির অপরাধে প্রধান অভিযুক্তকে সাত বছর, বাকি দু’জনকে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কান্দির অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক বিদ্যুৎ রায় এই শোনান। আদালত সূত্রের খবর, ২০১২ সালে সালারের হাজমপাড়ার ব্যবসায়ী কদর আলির বাড়িতে ডাকাতি হয়। এক মাস পর ঘটনায় জড়িত ডালিম শেখ ও কাওসার শেখকে গ্রেফতার করে পুলিশ। খোওয়া যাওয়া জিনিস দেখভাল করেছিলেন কলকাতার মুচিবাজারের ব্যবসায়ী সর্বজিৎ দত্ত। এ দিন বিচারপতি মূল অভিযুক্ত ডালিম শেখকে সাত বছর জেল ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। কাওসার ও সর্বজিৎকে তিন বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়।

ফুটবল প্রতিযোগিতা
দু’দিনের নক আউট নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বহরমপুরের খাগড়ার রূপালি সংঘ ক্লাব। খাগড়া জিটিআই স্কুল ময়দানে অনুষ্ঠিত গত ১৬-১৭ সেপ্টেম্বর দু’দিনের ওই প্রতিযোগিতায় অংশ নেয় মুর্শিদাবাদ-সহ অন্য জেলার ৮টি দল। প্রতিযোগিতার ফাইনালে ওঠে বহরমপুরের আদর্শ সংঘ ও কলকাতার সরস্বতী জুয়েলার্স। আয়োজক সংস্থার পক্ষে গৌর কুণ্ডু বলেন, “চ্যাম্পিয়ান দল নারায়ণপ্রসাদ অগ্রবাল উইনার্স ট্রফি এবং রানার্স দলকে বিনয়কুমার কুণ্ডু ট্রফি দেওয়া হয়েছে। ফাইনালের দিন হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।” ওই প্রতিযোগিতাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। রাত ১২টাতেও খেলা দেখতে দর্শকরা ভিড় জমান।

ধর্ষণে অভিযুক্ত খুড়তুতো দাদা
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তার খুড়তুতো দাদার বিরুদ্ধে। অসুস্থ ওই ছাত্রী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীকে তার খুড়তুতো দাদা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় বাড়িতে কেউ ছিল না। বুধবার ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ জানায়। পুলিশ ধর্ষণের মামলা রুজু করেছে। অভিযুক্ত ওই যুবকের খোঁজ চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.