বিহারে খুনের ঘটনায় গ্রেফতার এক |
খুনের ঘটনায় গ্রেফতার হল এক দুষ্কৃতী। বুধবার, পোস্তা থেকে। ধৃত রামকুমার শাহ বিহারের বাসিন্দা। অভিযোগ, বিহারে বি আর অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শামিম খানকে খুন করেছে সে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বৃহস্পতিবার জানান, কিছু দিন আগে সমস্তিপুর জেলা পুলিশের একটি দল এসে তাদের জানায়, গত ১ অগস্ট শামিম খুনের ঘটনায় প্রত্যক্ষ যোগ আছে রামকুমারের। সে পোস্তা এলাকায় আশ্রয় নিয়েছে বলে জানায় তারা। পুলিশের দাবি, জেরায় সে জানিয়েছে, বিহারের বাসিন্দা অনিল ওঝা নামে এক ব্যক্তি তাকে ‘সুপারি’ দিয়েছিল। বিহার পুলিশ অনিলকে সমস্তিপুর থেকে আগেই গ্রেফতার করেছে।
|
‘প্রহৃত’ নেতা, থানা ঘেরাও |
বরাহনগরের যুব কংগ্রেসের সহ-সভাপতি রাজু সাহাকে মারধরের অভিযোগ উঠল কয়েক জন যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বরাহনগরের এ কে মুখার্জি রোডে। ঘটনার পরে স্থানীয় যুব কংগ্রেস কর্মী ও সমর্থকেরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, রাজুবাবুর অভিযোগ, বুধবার রাত পৌনে ১০টা নাগাদ তিনি দলীয় কার্যালয় থেকে ফেরার পথে একটি স্টুডিওতে ঢুকেছিলেন। সেই সময় স্থানীয় কয়েক জন যুবক তাঁর উপরে চড়াও হয়ে মারধর করে। চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা চলে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাজুবাবুকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল এক ছিনতাইবাজ। বুধবার গভীর রাতে, চিৎপুর থানা এলাকার বিটি রোড থেকে। ধৃতের নাম মহম্মদ রশিদ (১৯)। বাড়ি বেলগাছিয়া মেট্রো রেল কোয়ার্টারে। পুলিশ জানায়, চিৎপুর থানায় তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ আছে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এ দিন তাকে ধরে। আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যথাযথ নথি ছাড়াই রশিদের থেকে একটি দেশি রিভলভার মিলেছে। |