উপসমিতি পেল সিপিএম, বিজেপি |
প্রধান এবং উপপ্রধান পদ তৃণমূলের কাছে হারালেও বিজেপি-র সাহায্য নিয়ে পঞ্চায়েতের উপসমিতি দখল করল সিপিএম। বৃহস্পতিবার এমন ঘটনাই দেখল নলহাটি ১ ব্লকের বড়লা গ্রাম পঞ্চায়েত। ১৩ সদস্যের বড়লা গ্রাম পঞ্চায়েতে দলগত ভাবে সিপিএম ৫, তৃণমূল ৫, বিজেপি ২ ও কংগ্রেস ১টি করে আসন পেয়েছে। কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে তৃণমূল প্রধান ও উপপ্রধান পদ দখল করে। সেই সময় বিজেপি-র দুই সদস্য নির্বাচনে অংশ নেননি। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সমিতির যে ৩টি আসন রয়েছে, তা দখলে পেয়েছে সিপিএম। এ দিন গ্রাম পঞ্চায়েতের ১৩ জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির ৩ জন সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েতের ৮টি উপসমিতি গঠিত হয়। প্রশাসন সূত্রের খবর, সিপিএম ও তৃণমূল দু’তরফেই প্রতিটি উপসমিতির জন্য দু’জন করে প্রার্থীর নাম দেওয়া হয়। শেষে হাত তুলে ভোট নেওয়া হয়। দেখা যায়, তাতে সিপিএম ৬টি এবং বিজেপি ২টি উপসমিতি দখল করে। বড়লা পঞ্চায়েতের তৃণমূল প্রধান সিরাজুল ইসলাম বলেন, “পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য নিয়ে সিপিএমের তরফে ছিল ৮ জন। সে ক্ষেত্রে আমাদের সদস্য সংখ্যা মোটে ৫। তাই হেরে গিয়েছি। তবে আমি সকল সদস্যকে নিয়ে কাজ করব।”
|
তিনটি পৃথক জায়গায় কীটনাশক খেয়ে মৃত্যু হল তিন প্রৌঢ়ের। বৃহস্পতিবার রামপুরহাট থানার কুশুম্বা গ্রামের পরেশ মণ্ডল (৫০) নামে এক প্রৌঢ়ের বাড়িতে অপমৃত্যু হয়। অনুমান কীটনাশক খেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। নলহাটির কলিঠা গ্রামের বাসিন্দা হারাধন চিত্রকর (৫৪) ১৪ সেপ্টেম্বর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে বাড়ি ফিরলেও বুধবার ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ময়ূরেশ্বরের গৌরবাজার এলাকার আসগার সেখ (৫০) বুধবার রামপুরহাট মহকুমা হাসপাতালে মারা যান।
|
পঞ্চায়েত ভোটের নব নির্বাচিত সদস্যদের নিয়ে ব্যাঙ্ক পরিষেবা সর্ম্পকে একটি আলোচনাসভা হল নলহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে। বৃহস্পতিবার ওই সভায় নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, নলহাটি ১ বিডিও, নলহাটির পুরপ্রধান, ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যাঙ্কের মাধ্যমে কী ভাবে এলাকার আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটানো যায় এবং ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষ কী পরিষেবা পেতে পারে তা নিয়ে আলোচনা হয়।
|
ভারতীয় পরিসংখ্যান পদ্ধতি এবং তাতে কর্ম সংস্থানের সুযোগ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল জাতীয় নমুনা সমীক্ষা কার্যালয়। শান্তিনিকেতনে বিশ্বভারতীর সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার এ নিয়ে আলোচনায় বসলেন ওই দফতরের কর্মকর্তারা। |