ক’দিন আগে হাওড়ায় জেলা প্রশাসনের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিলেন, “হয় কাজ করুন, না পারলে সরে যান। আমি বুঝে নেব।” অনেকটা সেই সুরেই বৃহস্পতিবার বর্ধমানের বৈঠকে প্রশাসনকে আরও এক বার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুর্গাপুরের সৃজনী হলে ওই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্য ছিল আইটিআই এবং পলিটেকনিক কলেজের কাজে অগ্রগতির প্রসঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বিভিন্ন বিভাগীয় সচিব এবং পুলিশের নানা স্তরের কর্তারা।
|
এ দিনের বৈঠকে বিভিন্ন দফতরের কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে আইটিআই এবং পলিটেকনিক কলেজের কাজের অগ্রগতির প্রসঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। এবং সে কাজের যে রিপোর্ট পান, তাতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি তিনি। আইটিআই ও পলিটেকনিক কলেজ নিয়ে প্রোজেক্ট রিপোর্টই এখনও তৈরি হয়নি। অসন্তুষ্ট মমতা বিভাগীয় সচিব হৃদেশ মোহনের উদ্দেশে বলেন, “দু’বছরের মধ্যে প্রোজেক্ট রিপোর্ট তৈরি করা গেল না! তার পরে ইট গাঁথতে লাগবে আরও চার বছর। তার মাঝখানে টেন্ডার নিয়ে সময় যাবে। বলা হবে টেন্ডারের জন্য বেশি সময় লাগছে। এ ভাবে কাজ হলে কী করে চলবে?” একই কথা তিনি বলেন সংখ্যালঘু উন্নয়ন সচিব শহিদুল ইসলামকেও।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি এ ধরনের কাজ চাই না। আবারও বলছি, আমি কাজ চাই এবং দ্রুত চাই। কোনও প্রকল্প, কর্মসূচি ফেলে রেখে বিলম্ব করা মেনে নেব না। এটা প্রশাসনের সর্বস্তরে সবাইকে বুঝতে হবে।” |
পানাগড়ের বিরুডিহার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন সব্যসাচী ইসলাম। |
এ দিনের বৈঠকে বর্ধমান জেলায় ১০০ দিনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মমতা বলেন, “১০০ দিনের কাজে দেশের মধ্যে আমরা সেরা জায়গায় পৌঁছতে চলেছি। কিন্তু ১০০ দিনের কাজে বর্ধমান জেলাকে ১০০ দিনই পূর্ণ করতে হবে।” কী ভাবে? মমতা বিশেষ করে বলেন, “আসানসোল, জামুরিয়া, পূর্বস্থলী ১ নম্বর ব্লক ইত্যাদি জায়গায় বেআইনি খনন বন্ধ করার ফলে বহু শ্রমিক কর্মহীন হয়েছেন। তাঁদের চিহ্নিত করে ১০০ দিনের কাজে যুক্ত করুন। এতে যদি বছরে ১০০ দিনের বদলে ২০০ দিনও কাজ হয়, সেটা আমরা দেখে নেব।”
তবে কিষান ক্রেডিট কার্ড বিতরণের ক্ষেত্রে বর্ধমানের অগ্রগতি সন্তোষজনক বলে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। জানানো হয়েছে, ৪ লক্ষ ৭০ হাজারের মধ্যে আর মাত্র হাজার ৩৫ কার্ড দেওয়া বাকি। এই কাজ দ্রুত শেষে করতে বলেন মমতা। গ্রামীণ বৈদ্যুতিকরণের ক্ষেত্রেও বর্ধমানের কাজ যথেষ্ট এগিয়েছে বলে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, আর মাত্র ৩০টি গ্রামে কাজ বাকি।
তাঁর সাধের ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে বর্ধমানের পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে খুব খুশি করতে পারেনি। একই ভাবে সেচ দফতরের কাজেও গতি আনার নির্দেশ দেন তিনি। মিড ডে মিল এবং আইসিডিএস নিয়ে এ দিন বিডিওদের সঙ্গে কথা বলেন মমতা। জানতে চান, তাঁরা শেষ কবে স্কুল বা আইসিডিএস কেন্দ্রে পরিদর্শনে গিয়েছেন, কত দিনে কত বার গিয়েছেন বা মিড-ডে মিল তাঁরা নিজেরা খেয়ে দেখেছেন কি না। বিডিওদের আচমকা পরিদর্শনে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। বলেছেন, এতে এক দিকে যেমন এই নজরদারিতে কাজের সুবিধা হবে, তেমনই বাস্তব পরিস্থিতি সম্পর্কেও বিডিও-রা অবগত থাকতে পারবেন।
|
বর্ধমান জেলা প্রশাসনের বৈঠকে পানাগড়ের যানজট নিয়ে বিশেষ ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে যুবক-যুবতীদের সিভিক পুলিশ হিসেবে নিয়োগ করে ওই জায়গায় যানজট কমানোর ব্যবস্থা নিতে জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে এমনও অভিযোগ আছে যে ওই জায়গায় বা আশপাশে যে সব সব্জির ট্রাক বা মালবাহী ট্রাক বাড়তি মাল নিয়ে যায়, তাদের থেকে বেআইনি ভাবে টাকা তোলে পুলিশ। মমতা বলেন, “দরকার হলে সঙ্গে সঙ্গে ওই ধরনের ট্রাককে মোটা টাকা জরিমানা করুক পুলিশ। তাতে সরকারের আয় বাড়বে। কিন্তু পুলিশ কর্তারা দেখুন, কেন বারবার ওই জায়গায় এই ধরনের অভিযোগ ওঠে।” বাড়তি মাল বহনকারী ট্রাকের ক্ষেত্রে যাতে বড় অঙ্কের জরিমানা ধার্য করা যায়, সে ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করতে পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
|
বৃহস্পতিবার বর্ধমানের পানাগড়ে জনসভায় আশা কর্মী ও মিড-ডে মিলের কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জানান, এত দিন আশা কর্মীদের ভাতা ছিল ১৩০০ টাকা। অক্টোবর থেকে তা বেড়ে হবে ১৫০০ টাকা। এছাড়া মিড-ডে মিলের কর্মী, যাঁরা একই সঙ্গে রান্না ও সহকারীর কাজ করেন তাঁদের ভাতা হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা হল অক্টোবর থেকে।
|
ফলকে মমতা |
• কাটোয়ার খাজুরডিহিতে বহুমুখী হিমঘর।
• কাঁকসা ব্লকে ডিভিসি খালের উপর সেতু।
• সালানপুর ব্লকে হোদলা জোড়ের উপর সেতু।
• সালানপুর ব্লকের।
• জিৎপুর আদিবাসী পাড়ায় কমিউনিটি হল।
• কালনা ২ ব্লকে কল্যাণপুর পানীয় জল সরবরাহ।
• বর্ধমান ১ ব্লকে ক্ষেতিয়া পানীয় জল সরবরাহ।
• পূর্বস্থলী ১ ব্লকে নাদনঘাট পানীয় জল সরবরাহ।
• বাদুলিয়া হতে খণ্ডঘোষ রাস্তা উন্নতিকৃত।
• বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক থেকে বর্ধমান-সিউড়ি জাতীয় সড়ক
পর্যন্ত উন্নতিকৃত।
• কেতুগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির আমগড়িয়া থেকে ভান্ডারগড়িয়া
পর্যন্ত রাস্তায় দেবখালের উপর খাটুন্দি গ্রামে সেতু। |
ভিত্তিপ্রস্তর স্থাপন |
• কালনা ১ নম্বর ব্লকে।
• কৃষক বাজার প্রকল্প।
• আসানসোলের সিটলা মৌজায় মার্কেটিং হাব।
• কালনা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মার্কেটিং হাব।
• মেমারি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে মার্কেটিং হাব।
• পলাশন ও সংলগ্ন।
•মৌজায় ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রকল্প।
• বামুনপাড়া ও সংলগ্ন মৌজায় ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রকল্প।
• আউশগ্রাম ২ নম্বর ব্লকের ভেদিয়া গ্রামে বর্ণাত্যদের আশ্রয় স্থল।
• মঙ্গলকোট ব্লকের খুদরুন মৌজায় স্নাতক মহাবিদ্যালয়।
• কালনা ১ ব্লকের মুড়াগাছা মৌজায় স্নাতক মহাবিদ্যালয়। |
|