অবৈধ মদের ঠেক ভাঙলেন মহিলারা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বহু চেষ্টা করেও স্বামীদের মদের ঠেকে যাওয়া আটকাতে পারেননি। অবৈধ মদের ঠেকগুলি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। বাড়ির মহিলারাই তাই ভেঙে গুড়িয়ে দিলেন ওই মদের ঠেকগুলি। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কুলটি থানার প্রিয়া সিনেমা হল সংলগ্ন বস্তিতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |
|
ঘটনাস্থলে মহিলারা। —নিজস্ব চিত্র। |
এলাকাবাসীর অভিযোগ, ওই বস্তিতে কিছু দিন ধরেই অবৈধ মদের ঠেক চলছে। ঠেকের কোনও নির্দিষ্ট সময় নেই। দিনের বেশির ভাগ সময়ই মদের আসর বসে। সন্ধ্যা নামলে আসরের রমরমা আরও বাড়ে। এ দিনের ঠেক ভাঙার দলের অন্যতম চম্পা রুইদাস জানান, এই বস্তির প্রায় সব পুরুষই দিন মজুরের কাজ করেন। তাঁর অভিযোগ, অবৈধ মদের ঠেকের কারণে পুরুষরা দিনের আয়ের প্রায় সবটাই নেশায় খরচ করেন। ফলে সংসার চালাতে হচ্ছে বহু কষ্ট করে। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দাবি, ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল দেয়। পুলিশ দেখলে মদের ঠেকে বসা ব্যক্তিরা পালিয়ে যান। পুলিশ চলে গেলে ফের পসরা সাজিয়ে বসেন তাঁরা। তবে আর যেন অবৈধ মদের ঠেকগুলি বসতে না পারে তা দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। |
|