টুকরো খবর
পথ অবরোধ
পুলিশ এক দলীয় কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূলের শতাধিক সমর্থক। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা অবধি অবরোধের জেরে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবরোধের জেরে আটক যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিতেই বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অবরোধ তুলে নেন। পুলিশ জানাচ্ছে, ৩ ঘণ্টা অবরোধে সুজাপুর থেকে মালদহ ১২ কিলোমিটার, অন্য দিকে সুজাপুর থেকে কালিয়াচক ১০ কিলোমিটার তীব্র যানজন জটের সৃষ্টি হয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “জেম শেখ (বিশ্বাস) নামে এক জন ফেরার অভিযুক্তকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গত মঙ্গলবার রাতে কালিয়চক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর প্রতিবাদে ওই অভিযুক্তের দিদির স্বামী সহরুল বিশ্বাস দলবল নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের ধরা হবে।”

গাড়ি আটকে চাঁদার জুলুম
উত্তর দিনাজপুরে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে রাস্তা আটকে চাঁদার জুলুম শুরু হয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য জেলাজুড়ে পরিবহণ ধর্মঘটের হুমকি দিল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার রায়গঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠকের পর ওই হুমকি দেন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় তাঁরা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লিখিত ভাবে অবিলম্বে চাঁদার জুলুমবাজি বন্ধের দাবি জানিয়েছেন।

২৮’শের বৈঠক বাতিল
বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই দিনে বৈঠক পড়ে যাওয়ায় ২৮ সেপ্টেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের বৈঠক বাতিল করে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শ্যামসুন্দর বৈরাগ্য বলেন, “উপাচার্য নেই। এক বছরের বেশি সময় ধরে কাউন্সিলের বৈঠক না হওয়ায় কাজ থমকে। ২৮ সেপ্টেম্বর কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই দিনে বৈঠকের তারিখ পড়ে যাওয়ায় শিক্ষা দফতর তা বাতিল করে দিয়েছে। নতুন উপাচার্য আসার পর কাউন্সিলের বৈঠক ডাকা হবে।” ২০১২ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের শেষ বৈঠক হয়। এক বছরের বেশি সময় কাউন্সিলের বৈঠক না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্থায়ীকরণ, পদোন্নতি থেকে শুরু করে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, ভবন নির্মাণ-সহ একাধিক কাজ বন্ধ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস বলেন, “বৈঠক কলকাতায় ডাকা হয়েছিল। পরপর বৈঠক হতেই পারত। কিছু সদস্যের জন্যই বৈঠক করা যায়নি। তাঁরা বৈঠক ভেস্তে দিলেন। শিক্ষা দফতর নিশ্চয়ই এটা দেখবে।”

জখম ৯ জন
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দেওয়া নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা দেখা দিয়েছে মাথাভাঙার ঘোকসাডাঙায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ঘোকসাডাঙা হাইস্কুলের সামনে। ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ ৯ জন জখম হন। ঢিলের ওসি দীপোজ্জ্বল ভৌমিকের মাথা ফেটে গিয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী নামানো হয়েছে। ২৯ সেপ্টেম্বর ঘোকসাডাঙা হাই স্কুলে পরিচালন সমিতির নির্বাচন। এদিন স্কুলে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। স্কুলটি তিন বছর ধরে তৃণমূলের দখলে।

সব সমিতি বামেদের
দক্ষিণ দিনাজপুরের বংশীহারি পঞ্চায়েত সমিতির সবগুলি স্থায়ী সমিতি সিপিএমের দখলে গেল। বুধবার পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ ৮ নির্বাচিত সিপিএম সদস্যরা ৯টি স্থায়ী সমিতির ক্ষমতা দখল করেন। সিপিএম নেতৃত্ব তৃণমূলের সভাপতি, সহকারী সভাপতির পদত্যাগ দাবিতে সরব হন। পঞ্চায়েত সমিতির ১৫টি আসনে ৮টি সিপিএম, ৬টি তৃণমূল ও ১টি আসন বিজেপি পেয়েছে।

বঞ্চনার অভিযোগ
কোচবিহার বাস বন্টনে বঞ্চনার অভিযোগ তুলে মমতার দ্বারস্থ এনবিএসটিসি ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারি ইউনিয়ন। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য ও কেন্দ্রের বরাদ্দে ৭০০ নতুন বাস কেনা হচ্ছে। তার মধ্যে এনবিএসটিসির জন্য মাত্র ৫০টি বাস বরাদ্দ ধরা হয়েছে। অন্তত ২০০টি বাসের প্রয়োজন।

ধর্ষণের চেষ্টায় গণ-পিটুনি
দশ বছরের এক বালিকাকে ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত যুবককে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশের দিলেন। মঙ্গলবার রাতে বংশীহারির শিয়ালদহ এলাকার ঘটনা। জখম যুবককে পুলিশ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করায়। বালিকাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরে ছেড়ে দেওয়া হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.