বৃদ্ধকে মারধরে অভিযুক্ত পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অভিযুক্ত এক যুবকের খোঁজে বাড়িতে ঢুকে ৭০ বছরের বৃদ্ধকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর ফরেস্ট রোড এলাকায়। চঞ্চল মণ্ডল নামে ওই বৃদ্ধকে বুধবার সকালে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযুক্ত যুবকের কাকা। ঘটনা প্রতিবাদে সরব হয়েছে আরএসপি। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “আসামিকে ধরতে পুলিশ হানা দেয়। মারধরের খবর জানি না।” পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাতে এলাকায় একটি মারপিটে এক তৃণমূল সমর্থক জখম হন। ঘটনায় জড়িয়ে যায় আরএসপি সমর্থক কৌশিক মণ্ডলের নাম। তাকে ধরতে রাত ১২টা নাগাদ বালুরঘাট থানার পুলিশের একটি দল অভিযুক্তের কাকা চঞ্চলবাবুর বাড়িতে হানা দেয়। বাড়িতে চঞ্চলবাবু, তাঁর স্ত্রী নিয়তীদেবী এবং মেয়ে পিঙ্কি ছাড়া কেউ ছিলেন না। হাসপাতালে শুয়ে বৃ্দ্ধ চঞ্চলবাবু বলেন, “অত রাতে দরজা খুলতে হয় বলে হাঁকডাকে ভয় পেয়ে যাই। দরজা খুলতে একটু দেরি হয়। বাড়িতে ঢুকেই পুলিশ লাঠি দিয়ে পেটাতে শুরু করে। কোমরে, পায়ে, পিঠে লাঠি দিয়ে মারা হয়। ভাইপো থাকে না জানালেও এক পুলিশ অফিসার ঘুসি মারেন।” এ দিন সকালে এলাকায় যান আরএসপি-র সাংসদ প্রশান্ত মজুমদার সহ দলের নেতারা। তাঁরাই উদ্যোগ নিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করান। আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মারধরের অভিযোগ ঠিক নয়।” বৃদ্ধের বাড়ির তরফে অভিযোগ দায়ের হয়নি। তাঁর পরিবারের সূত্রের খবর, দ্রুত পুলিশে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
|