নহবত-এর সুরে ভোর রাজ-শহরে
রাজাদের কুলদেবতা মদনমোহন মন্দিরে ভোরের আলো ফুটতে না ফুটতেই বেজে ওঠে নহবতের সুর। বিগ্রহ জাগিয়ে তোলার রীতি মেনেই নহবতের সুরে ভেসে যায় গোটা মন্দির চত্বরে। যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় পাখির কলতান। সেই সুরে জাগবে রাজার শহরও।
পুজোর মুখে মদনমোহন মন্দিরে রোজকার নহবতের সুর শহরবাসীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড। সবকিছু ঠিক থাকলে মহালয়ার আগেই ঘরে বসে বাসিন্দারা পাবেন নহবতের আমেজ। ট্রাস্টের সদস্য সদর মহকুমাশাসক বিকাশ সাহা বলেন, “মন্দির চত্বরের গন্ডি ছাড়িয়ে আমরা নহবতের সুর বাসিন্দাদের কাছেও পৌঁছে দিতে চাইছি। এর জন্য মন্দির চত্বরের সাউন্ড সিস্টেম ঢেলে সাজার পরিকল্পনা হয়েছে। মহালয়ার আগেই ওই ব্যবস্থা চালু হবে।” ট্রাস্ট সূত্রেই জানা গিয়েছে, কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ১৮৯০ সালে বৈরাগি দিঘির পাড়ে মদনমোহন মন্দির তৈরি হয়। ওই বছরের ২১ মার্চ রাজাদের কুলদেবতা মদনমোহন বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই রীতি মেনে নহবতের সুর মন্দির চত্বরের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। ভোরের আলো ফুটতে না ফুটতে প্রথম দফায় সানাই-নাগরা ও জুড়ির মিলিত সুর বেজে ওঠে। বিগ্রহকে জাগিয়ে তোলার বিশ্বাস মেনে ওই প্রথা বদলায়নি। পরে দুই দফায় শিল্পীরা বাদ্যযন্ত্রে সুর তোলেন বিগ্রহের স্নান ও সন্ধ্যা আরতি পর্বে। যা মন্দিরের পরিবেশে ভিন্ন মাত্রা জুড়েছে।এ বার দুটি মাইক মেরামত করার পাশাপাশি মন্দিরের চার দিকে যাতায়াতের রাস্তার কোণে আরও চারটি বক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রাতর্ভ্রমণকারী থেকে লাগোয়া এলাকার বাসিন্দাদের কানে সহজে ওই সুর পৌঁছবে। সদর মহকুমা শাসক বিকাশবাবু জানান, বিধি মেনে ওই ব্যবস্থা চালু করা হবে। ভোরে তো বটেই। সারা দিনে তিন দফাতেই নহবতের সুর ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। কোচবিহার রাজ পরিবারের দুয়ারবক্সি ৮২ বছরের প্রবীণ অমিয় দেববক্সি বলেন, “মন্দির প্রতিষ্ঠার পর নহবত চালু রয়েছে। ছোটবেলায় ভোরের দিকে কোলাহলহীন শহরে অনেকটা দূর পর্যন্ত ওই সুর শোনা যেত। সময়ের প্রবাহে বাড়িঘর, জনসংখ্যা, যানবাহন বেড়ে যাওয়ায় তা আর শোনা যাচ্ছিল না।” নহবতের বাদক হরিশঙ্কর বিনবংশী ও নাগরা বাদক অজয় বিনবিংশী বেনারসের আদি বাসিন্দা। মহারাজার আমলে তাঁদের পূর্বসূরি কোচবিহারে আসেন। বাকী দুই শিল্পী জগৎ ভুঁইমালি ও রঞ্জন ভুঁইমালি কোচবিহারের । মন্দির চত্বরের মূল প্রবেশ গেটের উপর তৈরি নহবতখানা ঘরে বসে তাঁরা সুর তোলেন। মাঝে শিল্পীদের একাংশের গড়িমসিতে নিয়মিত নহবত বাজানো হচ্ছিল না বলে অভিযোগ। দেবোত্তর ট্রাস্টের কর্মী জয়ন্ত চক্রবর্তী জানান, মন্দিরে কয়েক বছর আগে দুটি মাইকের মাধ্যমে নহবতের সুর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা চালু হলেও প্রায় ৫ বছর থেকে তা বন্ধ রয়েছে। শিল্পীদের এক জন রঞ্জন ভুইমালির বক্তব্য, “৪ শিল্পীর কেউ অসুস্থ হলে বা ছুটিতে গেলে সমস্যা হয়। সবাই রেওয়াজ বজায় রাখার চেষ্টা করেন। পাছে মদনমোহন কুপিত হন।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.