ভাড়া বাড়ানোয় যাত্রীদের অসন্তোষ, বাস বন্ধ হিঙ্গলগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ |
রাজ্য সরকার ভাড়া না বাড়ানোয় আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস, মিনিবাস অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটির মতো সংস্থাগুলি। অন্যদিকে, নিজেরা বাস ভাড়া বাড়ানোর পর তা যাত্রীরা সমর্থন না করায় হিঙ্গলগঞ্জে বুধবার থেকেই সমস্ত বাস চলাচল বন্ধ করে দিলেন ক্ষুব্ধ বাস-মালিকরা। ভাড়া বাড়ানো নিয়ে সমস্যার জেরে গত সোমবার থেকে পার হাসনাবাদ-নেবুখালির মধ্যে বাস চলাচল বন্ধ। একই ঘটনায় বুধবার থেকে বন্ধ হয়ে গেল দুলদুলি-যোগেশগঞ্জ গাড়ি চলাচল। বাস মালিকদের দাবি, দিনের পর দিন যন্ত্রাংশের এবং ডিজেলের দাম বেড়েই চলেছে। বেতন বৃদ্ধি হয়েছে শ্রমিকদেরও। অথচ যাত্রীদের বিরোধিতায় ভাড়া বাড়ানো যাচ্ছে না। এই অবস্থার মধ্যে গাড়ি চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিকে আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরাও।
|
বনগাঁয় চ্যাম্পিয়ন প্রতাপগড়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ মহকুমা ত্রীড়া সংস্থার পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। বনগাঁ স্টেডিয়ামে ররিবার ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় গোপালনগর অগ্রগামী সঙ্ঘকে। দুই দলেই বিদেশি খোলোয়াড় থাকায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছিল। ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধে। চ্যাম্পিয়ন হওয়ায় প্রতাগড় স্পোর্টিং ক্লাব পেল দুলাল দাস স্মৃতি ট্রফি ও ৫০ হাজার টাকা। অগ্রগামী সঙ্ঘকে দেওয়া হয়েছে সুকুমার ঘোষ স্মৃতি ট্রফি ও নগদ ৪০ হাজার টাকা। |
ফাইনাল ম্যাচের একটি মুহূর্ত। ছবি: নির্মাল্য প্রামাণিক। |
ফাইনালে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, মোহনবাগানের প্রাক্তন খেলেয়াড় বিশ্বজিৎ প্রামাণিক, ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন বিশ্বজিৎবাবু। ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুব্রত বক্সী জানান, এই প্রতিযোগিতা ঘিরে যে ভাবে ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়ছে। তাতে আগামী বছর আরও বড় আকারে প্রচিযোগিতার আয়োজন করা হবে।
|
বিসর্জনে ডুবে মৃত্যু দুই শিশুর
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
ঠাকুর বিসর্জন দিতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল দুই শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কাকদ্বীপের ভুবননগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম সায়ন মণ্ডল (৯) ও সুদীপ মণ্ডল (৭)। বাড়ি ওই গ্রামেই। সম্পর্কে দু’জনে একে অপরের খুড়তুতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল সায়ন ও সুদীপের। দাদুর সঙ্গে তাঁরা স্থানীয় পুকুরে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্যে যায়। ঠাকুর নিয়ে জলে নেমে বিসর্জন দেওয়ার সময় আচমকাই তলিয়ে যায় দুই শিশু। পরে তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। |