রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আসছেন জঙ্গিপুরে। তাঁর বাবা প্রয়াত কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালের দিন থাকবেন তিনি। রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি ময়দানে খেলা হবে। ওই দিনই সাগরদিঘির ধুমার পাহাড়ে একটি ফুটবল আকাদেমি ও আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। |
সরেজমিনে নিরাপত্তা কর্মীরা। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
এক সময় তাঁর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে রাষ্ট্রপতি হওয়ার পর এটাই প্রণববাবুর প্রথম সফর। বুধবার তিনটি এলাকাতেই রাষ্ট্রপতির একান্ত সচিব প্রদীপ গুপ্তকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা কর্মীরা পরিদর্শন করেন। তিনটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁরা জেলাশাসকের সঙ্গেও আলোচনা করেন। রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা অফিসার শোভিত পাণ্ডে জানান, রাষ্ট্রপতির আসার ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন রাষ্ট্রপতি ভবনের কর্মীরা।
কে কে এম ফুটবল প্রতিযোগিতার কনভেনর শুভাশিস দাস বলেন, “রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁরই প্রতিষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত থাকবেন। নভেম্বরের ১৬, ২৩, ৩০ তারিখগুলির মধ্যে তাঁর সফরসূচি নিদিষ্ট করতে বলা হয়েছে। কে কে এম ফুটবলে এ বার ২৫৪টি দলের মধ্যে খেলা শুরু হয় জানুয়ারিতে। আর মাত্র ৬টি খেলা বাকি আছে। তার পরেই হবে ফাইনাল।” |