টাকা আদায়ে বাবাকে অপহরণ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ছেলের সঙ্গে পাচারের বাটোয়ারা নিয়ে ঝামেলার জেরে বাবাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রায় দু’সপ্তাহ পর জেলা পুলিশের বড় কর্তাদের চাপে পড়ে নড়েচড়ে বসে ফরাক্কা থানা। রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ক্রমাগত পুলিশি চাপের মুখে শেষমেশ মঙ্গলবার অপহৃত হাজি আজিজুর মেকার নামে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় অপহরণকারীরা। আজিজুল মেকারের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে। তাঁর মেয়ের বিয়ে হয়েছে ফরাক্কার কুলিগ্রামে। গত ২৭ অগস্ট তিনি মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। দু’দিন পর মসজিদ থেকে নমাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি অপহৃত হন।আজিজুলের মেয়ে আনোয়ারা বিবি বলেন, “পড়শিদের কাছ থেকে জানতে পারি, গ্রামের তিনজন বাবাকে অপহরণ করেছে। পুলিশের কাছে অভিযোগ করি। বাংলাদেশে আমার সৎ ভাইয়ের সঙ্গে ওই তিনজন সীমান্তে চোরাচালান করে। তারা ভাইয়ের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা পায়। বকেয়া টাকা আদায় করতেই ওরা বাবাকে অপহরণ করে।” জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃতরা সীমান্তে মাল পাচারের সঙ্গে জড়িত। টাকা আদায়ের জন্য বৃদ্ধকে অপহরণ করা হয়।” |
স্থায়ী সমিতি বামফ্রন্টের
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
তৃণমূল ও কংগ্রেসের অনুপস্থিতিতে বুধবার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি দখল করল বামফ্রন্ট। তৃণমূলের হরিহরপাড়ার ব্লক সভাপতি জয়নাল আবেদিন বলেন, “এই এলাকায় কংগ্রেসের জমি পোক্ত। ভোটাভুটিতে যোগ দিলে কংগ্রেসই স্থায়ী সমিতি দখল করত।” হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি মির আলমগীর বলেন, “পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠনের সময় তৃণমূল বামফ্রন্টকে প্রকাশ্যে সমর্থন করে। ওদের এই অশুভ আঁতাতের কথা এলাকাবাসীকে জানিয়ে আমরা বলে দিয়েছিলাম যে এই ভোটাভুটিতে যোগ দিলে তৃণমূল ও বাম এক হয়ে যেত। আমরা হেরে যেতাম। আর সেই কারণেই এদিন আমরা অনুপস্থিত ছিলাম।” |
বনধ নির্বিঘ্নে
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ |
কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের পারুল দাসকে মারধরের ঘটনার প্রতিবাদে বুধবার ওই পঞ্চায়েত এলাকায় বারো ঘন্টার বনধ ডেকেছিল সিপিএম। সিপিএমের দাবি এলাকার মানুষ বন্ধ সমর্থন করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অন্য দিকে বনধের কোনও প্রভাব পড়েনি বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। এদিনের বনধককে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
ম্যাটাডোরের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক ছাত্রের। মৃত সুমন মণ্ডল (১২) নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে করিমপুরের কানাইখালির শান্তিপুরের বাসিন্দা। বুধবার সাইকেলে স্কুলে যাওয়ার সময় একটি ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত ভগবতী দাস (৪৮) তেহট্টের দক্ষিণ জিৎপুরের বাসিন্দা। বুধবার বাড়ির তারে কাপড় মেলতে গিয়ে তিনি বিদুৎস্পৃষ্ট হন। তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই মহিলা। |
ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। বুধবার বড়ঞা থানার হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম সাহেব শেখ (২০)। |