টুকরো খবর |
উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ ব্যাঙ্কের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ব্যাঙ্ক ম্যানেজারকে আটকে মারধর করার অভিযোগে আঁউরাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দুভূষন গিরির বিরুদ্ধে কাঁথি থানায় মামলা দায়ের হল। মঙ্গলবার রাতে ব্রাঞ্চ ম্যানেজার স্বপন দাস-সহ ব্যাঙ্কের এক প্রতিনিধিদল কাঁথি থানায় গিয়ে ইন্দুভূষণ গিরি ও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানান। অন্য দিকে অভিযুক্ত উপপ্রধানের বৌদি গীতা গিরি ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে কাঁথি থানায় পাল্টা অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন।
কাঁথির নামালডিহাতে আঁউরাই পঞ্চায়েত অফিসের দোতলায় ইউনাইটেড ব্যাঙ্কের নামালডিহা শাখা। নতুন ব্যাঙ্ক ম্যানেজার স্বপনবাবু এসে ঋণ আদায়ে তাগাদা দেওয়া শুরু করেন। ইন্দুবাবুকেও তাগাদা দিয়েছিলেন তিনি। রুষ্ট হয়ে ইন্দুবাবু গত সোমবার দলবল নিয়ে দোতলায় ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারকে মারধর করেন বলে অভিযোগ। ইন্দুবাবু অবশ্য দাবি করেছেন, ব্যাঙ্কে তাঁর কোনও ঋণ নেই। তাঁর কথায়, “সম্প্রতি ওই ব্যাঙ্কের ম্যানেজার হয়ে আসা স্বপন দাস গ্রাহকদের অযথা হয়রান করছিলেন। সোমবার আমার বৌদি ব্যাঙ্কে গেলে স্বপনবাবু তাঁকে নিজের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন। বৌদি প্রতিবাদ করলে ব্যাঙ্কে উপস্থিত সকলে ক্ষোভ জানাতে থাকে। উত্তেজিত জনতাকে নিরস্ত করার চেষ্টা করি আমি।” ব্যাঙ্কের চিফ রিজিওনাল ম্যানেজার লোকনাথ সামাল অবশ্য সাফ জানান, ইন্দুবাবুর কাছে টাকা বকেয়া আছে ব্যাঙ্কের। |
মারধরের ঘটনায় ধৃত বাম প্রধান, উপপ্রধান
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্যা দুর্গতদের তালিকা তৈরি নিয়ে গোলমালের সময় মারধরের অভিযোগে গ্রেফতার হলেন বামেদের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। বুধবার এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত অফিসে। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের উপ-সমিতি গঠনের সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পরেই দুপুরে পঞ্চায়েত অফিসে গিয়ে নন্দকুমার থানার পুলিশ বামফ্রন্ট পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা মাল ও উপপ্রধান তাপস সাঁতরাকে গ্রেফতার করে। এদিনই তাঁদের তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। সিপিএমের দক্ষিণ নারিকেলদা লোকাল কমিটির সম্পাদক সুকুমার মান্নার অভিযোগ, ‘‘জনগণের রায়ে পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে না পেরে তৃণমূল পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ দায়ের করেছিল। পঞ্চায়েতের কাজ বন্ধ করতে তৃণমূল ষড়যন্ত্র করে এটা করেছে।” তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “ওই গ্রামপঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে মারধর, ছিনতাইয়ের নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছিল।” |
কাজু ব্যবসায়ীর মৃত্যু হোটেলে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ব্যবসার টাকা আনতে গিয়ে হাওড়ার একটি হোটেলে রহস্যজনক ভাবে মারা গেলেন স্বপন সাহু নামে কাঁথির এক কাজু ব্যবসায়ী। কাঁথি থানার সিরিয়া গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের স্বপন সাহু সোমবার কাজু বিক্রির টাকা আনতে হাওড়ায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে গোলাবাড়ি থানা থেকে ফোন যায় স্বপনবাবুর বাড়িতে। জানানো হয়, হোটেলেই মৃত্যু হয়েছে তাঁর। স্বপনবাবুর ভাই অজিতবাবু বুধবার সকালে গোলাবাড়ি থানায় যান। অজিতবাবুর কথায়, “সোমবার রাত ১১টা নাগাদ বউদির সঙ্গে কথা বলেছিলেন দাদা। মঙ্গলবার সকাল থেকে দাদার ফোন বন্ধ ছিল। আমাদের ধারণা টাকাপয়সার জন্যই দাদাকে খুন করা হয়েছে।” |
মৌনী মিছিল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক প্রধান শিক্ষককে মারধর করার প্রতিবাদে বুধবার বিকেলে সুতাহাটা বাজারে মৌন মিছিল করলেন সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ-র সদস্য শিক্ষকেরা। গত শনিবার হলদিয়ার মনোহরপুর হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ এবিটিএ-র হলদিয়া জোনাল সম্পাদক। তাঁর অভিযোগ, “ওই দিন বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী গায়ে সবুজ আবির দিয়ে তাঁকে হেনস্থা করে। প্রতিবাদ করলে মারধর করে।” অভিযোগ মানেনি তৃণমূল। |
তলবি সভা বাতিলের দাবি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বামফ্রন্ট পরিচালিত হলদিয়া পুরসভায় একাধিকবার অনাস্থা এনেও সাড়া না পেয়ে ২০ সেপ্টেম্বর তলবি সভা ডাকেন তৃণমূল কাউন্সিলররা। ওই সভা বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাম কাউন্সিলররা। মঙ্গলবার আদালতে পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ-সহ ১৫ জন বাম কাউন্সিলরের সই করা আবেদনে জানানো হয়, তাঁরা জোটবদ্ধ। ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার দাবি করতে পারে না। তমালিকা বলেন, “অনাস্থার চিঠি বিধিসম্মত হয়নি বলেই তলবি সভা ডাকা হয়নি।” পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল বলেন, “ওরা হারবে বলেই সভা এড়াতে চাইছে। আইনি জটিলতা করে আরও কিছু দিন বোর্ড ধরে রাখতে চাইছে ওরা।” |
বেলপাহাড়িতে তাজা মাইন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরের এক সপ্তাহ আগে উদ্ধার হল তিনটি তাজা মাইন। কাঁকড়িঝর্নার জঙ্গলরাস্তায় ওই মাইন তিনটির হদিস মেলে। জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তা বাড়ছে বলে অবশ্য মানতে নারাজ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার তথা ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত সুপার ভারতী ঘোষ। |
অবরোধ কোলাঘাটে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়ক সম্প্রসারণ হলে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনের দাবিতে পথ অবরোধ করল ব্যবসায়ীরা। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের দেউলিয়া বাজারে অবস্থান ও অবরোধ করে ব্যবসায়ীরা। তারপর তাঁরা মিছিল করেন। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ব্যবসায়ীরা কিছুক্ষণ প্রতীকী সড়ক অবরোধও করেন। |
গ্রেফতার দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের চেষ্টা, টাকা ও সোনার গয়না কেড়ে নেওয়া ও মারধরের অভিযোগে শেখ বাপি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃতকে হলদিয়া আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। |
|