এক দিনের আন্তর্জাতিক ম্যাচে দু’টো নতুন বল ব্যবহারের বিরোধিতায় আইসিসির সব সদস্যকে পাশে পাচ্ছে না ভারতীয় বোর্ড। ফলে ২৫ ওভারের কম কোনও ওয়ান ডে ছাড়া এই নিয়ম পরিবর্তনে সম্মতি জানায়নি আইসিসি।
দুবাইয়ে আইসিসি চিফ এগজিকিউটিভদের বৈঠকে এই নিয়ে দশ টেস্ট খেলিয়ে দেশের বোর্ডের ভোটাভুটিও হয়। তাতে পাঁচটি দেশ ওয়ান ডে তে দু’টি বল ব্যবহারের পক্ষেই ভোট দেয়। বোর্ড সচিব সঞ্জয় পটেল বলেন, “ভারতের সঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ এই নিয়মের বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবোয়ে ভোট দেয় দুটো নতুন বল ব্যবহারের পক্ষে। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ভোট দেয়নি।”
আইসিসির গঠনতন্ত্র বলে কোনও চালু নিয়মের পরিবর্তন করতে দুই তৃতীয়াংশ সদস্যকে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে। ফলে ভারতীয় বোর্ডের অন্য ছয় আইসিসি সদস্যের সমর্থন প্রয়োজন। দশের মধ্যে সাতটি ভোট পেলেই বোর্ড এই নিয়মের পরিবর্তন করতে পারবে। কিন্তু যখনই ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা এই ব্যাপারে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই পরিষ্কার হয়ে যায় বোর্ড যতই বিরোধিতা করুক দুটি নতুন বল ব্যবহারের নিয়ম বদলাচ্ছে না।
বোর্ডের এই বিরোধিতার কারণ ভারতের স্পিন আক্রমণে দুটো নতুন বল ব্যবহার করলে ততটা প্রভাব ফেলতে না পারার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পিচে রবীন্দ্র জাডেজার বাঁ-হাতি স্পিনের দাপটে টুর্নামেন্টের সেরা হওয়ার ঘটনা যদিও বোর্ডের এই যুক্তি কিন্তু নস্যাৎ করে দিচ্ছে। একই সঙ্গে বিতর্কিত ডিআরএস পদ্ধতির বিরোধিতাও করেছে বোর্ড। “আমরা ডিআরএসের বিরোধিতাও করে যাব। আইসিসিকে জানিয়েছি সম্পূর্ণ ত্রুটিমুক্ত না হলে ডিআরএস মানতে প্রস্তুত নয় বিসিসিআই। ভারতের কোনও দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে না,” জানান বোর্ড সচিব। |