ভারতের দাবি টিকল না আইসিসি-তে
ক দিনের আন্তর্জাতিক ম্যাচে দু’টো নতুন বল ব্যবহারের বিরোধিতায় আইসিসির সব সদস্যকে পাশে পাচ্ছে না ভারতীয় বোর্ড। ফলে ২৫ ওভারের কম কোনও ওয়ান ডে ছাড়া এই নিয়ম পরিবর্তনে সম্মতি জানায়নি আইসিসি।
দুবাইয়ে আইসিসি চিফ এগজিকিউটিভদের বৈঠকে এই নিয়ে দশ টেস্ট খেলিয়ে দেশের বোর্ডের ভোটাভুটিও হয়। তাতে পাঁচটি দেশ ওয়ান ডে তে দু’টি বল ব্যবহারের পক্ষেই ভোট দেয়। বোর্ড সচিব সঞ্জয় পটেল বলেন, “ভারতের সঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ এই নিয়মের বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবোয়ে ভোট দেয় দুটো নতুন বল ব্যবহারের পক্ষে। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ভোট দেয়নি।”
আইসিসির গঠনতন্ত্র বলে কোনও চালু নিয়মের পরিবর্তন করতে দুই তৃতীয়াংশ সদস্যকে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে। ফলে ভারতীয় বোর্ডের অন্য ছয় আইসিসি সদস্যের সমর্থন প্রয়োজন। দশের মধ্যে সাতটি ভোট পেলেই বোর্ড এই নিয়মের পরিবর্তন করতে পারবে। কিন্তু যখনই ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা এই ব্যাপারে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই পরিষ্কার হয়ে যায় বোর্ড যতই বিরোধিতা করুক দুটি নতুন বল ব্যবহারের নিয়ম বদলাচ্ছে না।
বোর্ডের এই বিরোধিতার কারণ ভারতের স্পিন আক্রমণে দুটো নতুন বল ব্যবহার করলে ততটা প্রভাব ফেলতে না পারার আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পিচে রবীন্দ্র জাডেজার বাঁ-হাতি স্পিনের দাপটে টুর্নামেন্টের সেরা হওয়ার ঘটনা যদিও বোর্ডের এই যুক্তি কিন্তু নস্যাৎ করে দিচ্ছে। একই সঙ্গে বিতর্কিত ডিআরএস পদ্ধতির বিরোধিতাও করেছে বোর্ড। “আমরা ডিআরএসের বিরোধিতাও করে যাব। আইসিসিকে জানিয়েছি সম্পূর্ণ ত্রুটিমুক্ত না হলে ডিআরএস মানতে প্রস্তুত নয় বিসিসিআই। ভারতের কোনও দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে না,” জানান বোর্ড সচিব।
যে সব সিদ্ধান্ত নেওয়া হল
আম্পায়ার আর ওভার রেট আন্তর্জাতিক আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। ক্রিকেটের স্পিরিট রক্ষা আর আম্পায়ারদের পাশে দাঁড়াল সমস্ত সিইসি সদস্য। দুর্বল ওভার রেট, অযথা সময় নষ্টের বিরুদ্ধে আম্পায়ারদের আরও কড়া হতে হবে। যাতে খেলার সময়টা যতটা সম্ভব বাড়ানো যায়।
আম্পায়ারিংয়ে প্রযুক্তির ব্যবহার আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী ভাবে আইসিসি প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা। ইনিংসে ৮০ ওভারের পর রেফারেল দুইয়ে রাখা যায় কি না সে ব্যাপারে চলতি বছরের ১ অক্টোবরের পর থেকে ট্রায়াল শুরু হবে। ডিআরএস ব্যবহার হওয়া সব টেস্টেই এই ট্রায়াল চলবে। ট্রায়ালের ফলাফলের দিকে নজর রাখবে ওয়ার্কিং গ্রুপ।
ওডিআই প্লেয়িং কন্ডিশন দুটো নতুন বল ব্যবহারের নিয়ম চালু থাকছে। একই সঙ্গে একটি বলই ৫০ ওভার পর্যন্ত ব্যবহার করার উপযোগী করা যায় কিনা সে ব্যাপার খতিয়ে দেখবে আইসিসি ক্রিকেট কমিটি। ২৫ ওভারের কম কোনও ওডিআইতে প্রতি ইনিংসে একটিই নতুন বল ব্যবহার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.