তিনি দলে থাকা সত্ত্বেও গ্যারেথ বেলকে রেকর্ড দামে কিনেছিল রিয়াল মাদ্রিদ। তাঁর পছন্দের প্লেয়ার মেসুট ওজিলকে ক্লাব ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছিল, বলের জোগান আসবে কোথা থেকে?
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের রাত দেখল, রোনাল্ডো আছেন রোনাল্ডোতেই। গত বার বারো ম্যাচে করেছিলেন বারো গোল। এ বার চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হ্যাটট্রিক করে রোনাল্ডো যেন বুঝিয়ে দিলেন, রিয়ালের আসল ‘বস’ কে। |
মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে রিয়াল জিতল ৬-১। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে, অ্যাওয়ে ম্যাচে এটাই কার্লো আন্সেলোত্তির দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। সিআর সেভেনের হ্যাটট্রিকের পরই ইউরোপ জুড়ে এখন প্রশ্ন, আয়াখসের বিরুদ্ধে ঘরের মাঠ ন্যু কাম্পে প্রতিদ্বন্দ্বীকে টপকে পালটা হ্যাটট্রিক পাবেন কি লিওনেল মেসি? মেসির হ্যাটট্রিক সম্ভাবনা নিয়ে তাই প্রবল সক্রিয় বেটিং হাওয়া।
ফেতি তেরিমের দলের বিরুদ্ধে রোনাল্ডোর তিন গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। তবে প্রথমার্ধেই গোলের খাতা খুলে ফেলতে পারতেন রোনাল্ডো। সে সময় বেঞ্জিমার পা ঘুরে আসা বল ধরে গালাতাসারে বক্সে ঢুকে পড়েছিলেন সিআর সেভেন। কিন্তু তাঁকে অবৈধ ভাবে আটকান স্নেইডারদের রক্ষণের অন্যতম স্তম্ভ ইমানুয়েল। নিশ্চিত পেনাল্টি দেননি ইংল্যান্ডের রেফারি মার্ক ক্লেটেনবার্গ। যা নিয়ে ক্ষুব্ধ রিয়াল শিবির। |
তার চেয়েও চমকপ্রদ, যাকে কড়া ট্যাকল করে রিয়ালের অনুশীলনে স্বাগত জানিয়েছিলেন রোনাল্ডো, সেই গ্যারেথ বেলের পা থেকেই তৈরি হয়েছে তাঁর দ্বিতীয় গোলের বল। রোনাল্ডোর বাকি দু’গোলের ক্ষেত্রে অবশ্য বড়সড় অবদান রয়েছে করিম বেঞ্জিমার। যিনি নিজেও জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন। রিয়ালের বাকি গোলদাতা ইসকো।
তাঁর ফ্রিকিক থেকে রোনাল্ডো গোল পাওয়ায় খুশি রিয়ালের নবাগত তারকা গ্যারেথ বেলও। রেকর্ড দামে যাঁকে রিয়াল কিনেছেন, সেই ফুটবলারটি বলছেন, “রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল।” দ্বিতীয়ার্ধে ইসকোর বদলে মাঠে নেমে রিয়ালের মাঝমাঠে বেলের পারফরম্যান্স দেখে ফুটবল পণ্ডিতরা খুশি হলেও নিজের ফিটনেস লেভেল নিয়ে খুশি।
|