ভোটের প্রচারে আরএসপির বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি’র অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে মহিলা প্রার্থীকে হুমকির অভিযোগ নিয়ে পুরভোটের মুখে সরগরম হয়ে উঠেছে বালুরঘাট। সোমবার রাতে বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের তরফে আরএসপির দুই নেতা বিরুদ্ধে থানায় টাকা বিলির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের এক জন আরএসপির জয়েন্ট কাউন্সিল অব হেলথ-এর নেতা স্বপন দাশগুপ্ত। অন্যজন ওই ওয়ার্ডের আরএসপির শাখা সম্পাদক কৌশিক সরকার। ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী বর্ণিলা সরকার রায়ের অভিযোগ, “সরকারি কর্মী হয়ে ওই দুই ভোটের প্রচারই করতে পারেন না। তার উপর টাকা বিলির খবর পেয়ে দলের কর্মীরা বাধা দেন। পুলিশে জানানো হয়েছে।”
তৃণমূলের পাঁচ জন কর্মীর বিরুদ্ধে পাল্টা হুমকি ও গালির অভিযোগ করেছেন ওয়ার্ডের আরএসপির প্রার্থী শিপ্রা সেন। তাঁর অভিযোগ, “টাকা বিলির ভুয়ো। মিথ্যা অভিযোগের খবর পেয়ে আপত্তি করতে গেলে তৃণমূলের ছেলেরা অকথ্য গালিগালাজ করে হুমকি দেয়। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” বালুরঘাট থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “দু’তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, “ভিত্তিহীন অভিযোগ। ওই ওয়ার্ডে দলের মহিলা প্রার্থীকে হেনস্তা করা হয়েছে। শাসক দলের কর্মী সমর্থকেরা প্রতি ওয়ার্ডে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আগুন ধরানোর ঘটনায় ঘটেছে। পুলিশে জানিয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।” তবে তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র অভিযোগ করেছেন, “ভোটারদের প্রভাবিত করতে আরএসপি বরাবর পুরভোটে নিজেদের সমর্থক সরকারি কর্মীদের ময়দানে নামায়। এবারও তাদের দিয়ে টাকা বিলি করা হচ্ছিল। আমাদের কর্মীরা তা আটকেছেন।”
অভিযুক্ত আরএসপি-র স্বপনবাবু বলেন, “বাড়ির গেট খুলতে সমস্যা হচ্ছিল বলে এক মিস্ত্রির বাড়ি যাই। । তৃণমূলের ছেলেরা টাকা বিলির মিথ্যা অভিযোগে গোলমাল শুরু করে।” আর এক অভিযুক্ত কৌশিক বক্তব্য, “গোলমালের খবর পেয়ে যাই। পুলিশ আসায় চলে আসি। পরে শুনি টাকা বিলির অভিযোগ করা হয়েছে।” |