পশ্চিমবঙ্গে পুলিশ ঠিকঠাক কাজ করছে না বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। বীরভূমের এক মহিলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রাজ্যে মানুষ পুলিশের কাছে গিয়ে সুবিচার পাচ্ছেন না। জনগণের থেকে পুলিশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।” জাইরুল হক নামে ওই মহিলার অভিযোগ, এক দল দুষ্কৃতীর হাতে নিগৃহীত হওয়ার পরেও পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। আবেদনে জাইরুল বলেছেন, ২০১১ সালের ১৭ জুন তিনি ব্রজবাসী রায় নামে এক ব্যক্তি ও তাঁর সঙ্গীদের হাতে হেনস্থা হন। মহিলার বর্ণনা অনুযায়ী, ব্রজবাসী দলবল নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁকে দেখে কটূক্তি করেন। ভয় পেয়ে তিনি ব্রজবাসীর মায়ের ঘরে ঢুকে পড়েন। ব্রজবাসী সেখানেও দলবল নিয়ে হাজির হয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে জাইরুলের অভিযোগ। তাঁর আরও অভিযোগ, এর পরে তিনি সিউড়ি থানায় নালিশ করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ এফআইআর নিতে চায়নি। ব্রজবাসী প্রভাবশালী লোক হওয়ার কারণেই পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়নি বলে অভিযোগে জানিয়েছেন জাইরুল। ঘটনাটি শুনে বিচারপতি বন্দ্যোপাধ্যায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন। “মানুষ কোথায় যাবেন! অসুবিধায় পড়লে তো মানুষ পুলিশের কাছেই যাবেন। অথচ পুলিশ রাজনৈতিক রং দেখে কাজ করছে। পুলিশের কাছে সাধারণ মানুষের কোনও জায়গা নেই,” মন্তব্য বিচারপতির। তাঁর নির্দেশ, বিষয়টি নিয়ে দশ দিনের দিনের মধ্যে জেলার পুলিশ সুপারকে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে। |