টুকরো খবর |
সারদার এজেন্ট ধৃত, বহু কোটি টাকা গায়েব
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
গ্রাহকের টাকা নিয়ে প্রতারণা এবং আত্মসাতের অভিযোগ সারদা গোষ্ঠীর এক এজেন্টকে সোমবার বাগদার আষাঢ়ু এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শীতল মণ্ডল বাগদার ঝাউখালি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শীতল নদিয়ার রানাঘাট এবং উত্তর ২৪ পরগনার হাবরা, বনগাঁ এবং বাগদা এলাকায় সারদা গোষ্ঠীর প্রধান এজেন্ট ছিলেন। তাঁর অধীনে চার হাজার সাব-এজেন্ট ছিলেন। সারদা-কাণ্ড সামনে আসার পরে চলতি বছরের ৩ মে বাগদার মছমপুর এলাকার বাসিন্দা স্বপ্না বিশ্বাস শীতলের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। তার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। ধৃতের দু’টি দামি গাড়ি পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতের বিচারক সাত দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, শীতলের মাধ্যমে সারদা গোষ্ঠী কয়েকশো কোটি টাকা তুলেছিল বহু লোকের কাছ থেকে। সে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ ছিল।
|
গোপালনগরে শেষ হল সাহিত্য মেলা
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২০ তম জন্ম দিন উপলক্ষে তাঁর নামাঙ্কিত সাহিত্য মেলা ও লোকসংস্কৃতি উৎসব শেষ হল মঙ্গলবার। ১১ সেপ্টেম্বর লেখকের জন্মদিনে ‘বিভূতিভূষণ জন্ম উৎসব কমিটি’র পক্ষ থেকে গোপালনগরের টাকিখোলার ইছামতী লাইব্রেরির মাঠে শুরু হয়েছিল মেলা। এ বার মেলা ১৮ বছরে পা রাখল। বিভিন্ন দিনে ছিল বাউল গান, কবি গান, তরজা, ম্যাজিক শো, নাটক, সাহিত্যসভা। শনিবার গোপালনগরের বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে লেখকের জন্মজয়ন্তী পালন করা হয়। তাঁর রচনা থেকে পাঠ করা হয়। ছিল শোভাযাত্রা, সাহিত্যপাঠ, বৃক্ষরোপণ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল।
|
দুই যুবকের দেহ উদ্ধার বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পর পর দু’দিন পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার দু’টি এলাকা থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার সকালে গোবরডাঙা রেল স্টেশনের অদূরে, রেললাইনের ধারে অসীম পাত্র (৩০) নামে এক যুবকের দেহ মেলে। তাঁর বাড়ি গোবরডাঙার গৈপুর-নেতাজিনগর এলাকায়। রেল পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় জখমের চিহ্ন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তাঁর পরিবারের লোকজনের সন্দেহ, অসীমকে খুন করা হয়েছে। যদিও, এ দিন বিকেল পর্যন্ত রেল পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের তরফে। অন্য দিকে, সোমবার গভীর রাতে হাবরা এবং অশোকনগর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে সহদেব মজুমদার (২৩) নামে এক যুবকের দেহ মেলে। মৃতের বাড়ি অশোকনগরের নবজীবন পল্লিতে। রেল পুলিশের অনুমান, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তাঁর।
|
দুর্ঘটনায় মৃত্যু, গাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট |
রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের লক্ষ্মীকান্তপুর মন্দিরঘাট রোডে রামগোপালপুর মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন মাইতি (৪৫)। বাড়ি পাথরপ্রতিমার মহেন্দ্রপুর গ্রামে। পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক। মৃতদেহটি ময়না-তদন্তের জন্যে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিকে, দুর্ঘটনার পর কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।
|
রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রেললাইনের ধারে থাকা বিদ্যুতের খুঁটির জন্য ট্রেনযাত্রীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন, এই অভিযোগ তুলে মঙ্গলবার বেতবেড়িয়া স্টেশনে সকাল ১০টা থেকে এক ঘণ্টা রেল অবরোধ করলেন গ্রামবাসীরা। এর জেরে, কয়েকটি ট্রেন ১৫-২০ মিনিট দেরিতে চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, ক্যানিং স্টেশনের অদূরে রেললাইনের একটি বাঁকের মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গত এক মাসে ছয় যাত্রী পড়ে যান। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “যাত্রীদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
অধ্যক্ষ নিগ্রহে জামিন নাকচ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সন্দেশখালির কালীনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিগ্রহের ঘটনায় ধৃত ২৪ জন এসএফআই কর্মী-সমর্থকের জামিনের আবেদন ফের নাকচ হল। সোমবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ফের তিন দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এ দিনও অধ্যক্ষের সম্পূর্ণ ‘ইনজুরি রিপোর্ট’ আদালতে পেশ করতে পারেনি পুলিশ।
|
অধীর আজ পানিহাটিতে |
গত সপ্তাহেই পানিহাটিতে পুরভোটের প্রচার-সভা ভণ্ডুল করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই পানিহাটিতেই আজ, বুধবার কংগ্রেসের হয়ে প্রচারে যাচ্ছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। আগরপাড়ার তেঁতুলতলা এবং ঘোলা বাজার বাসস্ট্যান্ডের কাছে দু’টি সভা করার কথা তাঁর। গত বৃহস্পতিবার ২৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের একটি সভা চলাকালীন দুষ্কৃতীরা মাইক ভেঙে মঞ্চ লন্ডভন্ড করেছিল বলে থানায় অভিযোগ দায়ের করেন পানিহাটিতে দলের পর্যবেক্ষক, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ দলীয় নেতৃত্ব সেখানে সভা করেন। এ বার অধীর সভা করলে কংগ্রেস কর্মীরা পুরভোটের লড়াইয়ে বাড়তি উৎসাহ পাবেন বলে মনোজবাবুদের আশা।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
রান্নাঘরে বাল্ব লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ডায়মন্ড হারবারের পিরিজপুর গ্রামের ঘটনা। মৃতের নাম অরুণ দাস (৪৬)। |
|