পুর পরিষেবা নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
আসন্ন দুবরাজপুর পুরভোটের প্রচারে পিছিয়ে নেই কোনও রাজনৈতিক দলই। দেওয়াল লিখন, পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে প্রতিটি ওয়ার্ড। তবে পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে যেমন ৯ নম্বর ওয়ার্ডের (সাতকেন্দুরীর) বাসিন্দাদের মধ্যে, তেমনই বিগত বছরগুলিতে বিরোধী আসনে বসা বামেদেরও। উভয় পক্ষের অভিযোগ, পুরসভার ওই ওয়ার্ডের আধিকাংশ রাস্তাই কাঁচা। বর্ষার জল জমে রাস্তার যেখানে সেখানে। পৌঁছয়নি পরিস্রুত পানীয় জলও। পঁয়ত্রিশ বছরেরও বেশি পুরসভায় বসবাস করলেও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিতই থাকতে হয়েছে। সিমিএমের দাবি, শুধু একটি ওয়ার্ড নয়, বেশ কয়েকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা ভাল নয়। দুবরাজপুর শহর মধ্য দিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার রাস্তা-সহ বেশ কিছু রাস্তা সংস্কার দরকার। তা করেনি গত দশ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস পরিচালিত বোর্ড। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ মিত্রের অভিযোগ, “রাস্তা সংস্কারের খাতে মাস কয়েক আগে ৮৪ লক্ষ টাকা পেলেও, সেই টাকা নির্দিষ্ট খাতে খরচ না করে ভিন্ন খাতে ব্যয় করেছিল গত বোর্ড।” সমস্যা রয়েছে মেনে নিলেও অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি বলেন, “সব কাজ করে ওঠা সম্ভব হয়নি ঠিকই। ৮৪ লক্ষ টাকা নয়। ৩৪ লক্ষ টাকা এসেছিল। সেই টাকায় বেশ কয়েকটি রাস্তার কাজ করানো হয়েছে এবং তাতেই সেই টাকা ব্যয় করা হয়েছে।”
|
আসবেন রাষ্ট্রপতি, বৈঠক প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আগামী অক্টোবর মাসে জেলা সফরকে ঘিরে জেলা পুলিশ-প্রশাসনের এক সমন্বয় বৈঠক হয়ে গেল বোলপুরে। মঙ্গলবার সকালে বোলপুরের মহকুমাশাসক মলয় হালদারের সভাকক্ষে প্রায় ঘণ্টা খানেক ধরে চলে রুদ্ধদার এই বৈঠক। হাজির ছিলেন রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের একাংশ, বীরভূমের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার সি সুধাকর ও বোলপুর মহকুমার পুলিশ প্রশাসনের কর্মকর্তা-সহ রাজ্য সরকারের একাধিক দফতরের আধিকারিকেরা। জেলা প্রশাসন এবং রাষ্ট্রপতির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই জেলায় থাকবেন রাষ্ট্রপতি। নিজের বাসভবন কীর্ণাহার, দিদির বাড়ি ছাড়াও ১১ অথবা ১২ অক্টোবর বিশ্বভারতীতে আসার কথা রয়েছে রাষ্ট্রপতির। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “রাষ্ট্রপতির জেলা সফরকে নিয়ে নিরাপত্তা, পুলিশ, প্রশাসনিক ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
ট্রাককে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষে মৃত্যু হল এক গাড়ির চালকের। জখম হলেন ওই গাড়ির দুই সওয়ারি। মঙ্গলবার মহম্মদবাজারের সোঁতশালের কাছে মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত চালকের নাম দিলীপ দলুই (৩৫)। সিউড়ির লালদিঘি পাড়ায় তাঁর বাড়ি। জখমদের সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রাকটি বেসামাল হয়ে পাশের খালে পড়ে যায়।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
জিআরপি-র ওসির কোয়াটারের পাশে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে সাঁইথিয়ার রেল মাঠে কালী মন্দিরের দরজা ভেঙে বিগ্রহের গয়না ও বাসনপত্র চুরি হয়। জিআরপি-র ওসি পীযূষ রায় বলেন, “রাত দেড়টায় আমি কোয়াটার থেকে বেরিয়ে যাই। তখনই মন্দিরে কিছু হয়নি। তার পরেই চুরির ঘটনাটি ঘটে।” ওই মন্দিরের পুজো কমিটির সভাপতি রতনচন্দ্র রায় বলেন, “পুলিশের কাছে দুষ্কৃতীদের ধরার অনুরোধ জানিয়েছি।” |