পাপুড়িতে ফুটবল। —নিজস্ব চিত্র |
নানুরের চারকলগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় পাপুড়ি হাইমাদ্রাসা মাঠে হয়ে যাওয়া ওই প্রতিযোগিতায় নানুর, বোলপুর ও বর্ধমানের কেতুগ্রামের ২৬টি দল যোগ দিয়েছিল। কেতুগ্রামের দলের হয়ে খেলতে নামেন ওই এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। অন্য দিকে, পাপুড়ি ফুটবল একাদশের হয়ে খেলেন শাহনওয়াজের ভাই, কাজল শেখ। আজ বুধবার প্রথম সেমিফাইনালে কেতুগ্রামের মুখোমুখি হবে মুলুক ফুটবল একাদশ। ওই দিনই দ্বিতীয় সেমিফাইনালে সুলতানপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে চারকলগ্রাম ফুটবল একাদশ। রবিবার ফাইনাল।
|
সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত শৈলেনচন্দ্র দাস উইনার্স ও প্রফুল্ল সাহা রানার্স লিগ কাম নক আউট প্রতিযোগিতায় ১৯ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে সিউড়ি কোচিং সেন্টারের মুখোমুখি হবে আয়োজক সংস্থা। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পারুলিয়া তরুণ সঙ্ঘ ও আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ২৬ সেপ্টেম্বর ফাইনাল। গত ২৫ অগস্ট কামদাকিঙ্কর স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।
|
নানুরের চিৎগ্রাম পল্লি উন্নয়ন সমিতি পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় কীর্ণাহার ঐক্য সম্মিলনীকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল আলিগ্রাম নিউ কল্যাণ সমিতি। ১৫ সেপ্টেম্বর স্থানীয় মাঠে ওই খেলা হয়। আলিগ্রামের চঞ্চল মেটে ম্যান অব দ্য ম্যাচ এবং কীর্ণাহারের রাহুল দাস ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। |