সালানপুরে বাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠল সালানপুরে। একটি দোকানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার কুলটির সবনপুর এলাকার বাসিন্দা সালানপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বনলতা মণ্ডলের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বনলতাদেবী ও তাঁর ছেলে বাড়িতে ছিলেন তখন। বনলতাদেবী থানায় অভিযোগ করেন। সিপিএমের সালানপুর লোকাল কমিটির সম্পাদক নুরুল ইসলামের অভিযোগ, হামলায় অভিযুক্ত দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সালানপুর ও বারাবনির পর্যবেক্ষক পাপ্পু উপাধ্যায়।
|
বিশ্বকর্মা পুজো উদযাপন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শিল্পাঞ্চলের নানা এলাকায় মঙ্গলবার বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়। কাগজে কলমে এ দিন ছুটি না থাকলেও কার্যত ছুটির মেজাজেই কাটিয়েছে শিল্পাঞ্চল। উৎসবে মেতেছিলেন পরিবহন কর্মীরাও। এ দিন সকাল থেকে শিল্পাঞ্চলে বস্তুত যাত্রীবাহী যানবাহন চলাফেরা করেছে কম। ফলে পথে বেরোনো মানুষজন কিছুটা হলেও সমস্যায় পড়েছেন। এত কিছুর পরেও ব্যতিক্রম ছিল শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকা। যেমন আসানসোলের নীল কারখানা। গত দুই বছর ধরে উৎপাদন বন্ধ। শ্রমিক-কর্মীরাও কেউ নেই। চিনাকুড়ির ডিপিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র। গত এক বছর ধরে বন্ধ পড়ে আছে সংস্থাটি। এখানে কর্মীরা থাকলেও পুজোর কোনও চিহ্ন ছিল না।
|
আবাসনে চুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের রেল কলোনিতে আবাসনের তালা ভেঙে চুরি হল মঙ্গলবার। থানায় লিখিত অভিযোগে আবাসনের কর্ত্রী রেলকর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায় জানান, নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।
|
নিখোঁজ হওয়ার দু’দিন পর মৃতদেহ মিলল এক বালকের। মঙ্গলবার অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে ওই দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রোহিত বাদ্যকর (৮)। তার বাবা পরিমলবাবু জানান, ১৫ সেপ্টেম্বর সকালে তার মূকবধির ছেলে রোহিত বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার প্রতিবেশীদের মুখে তিনি শোনেন, অদূরে একটি খামার বাড়ির পুকুরে ছেলের মৃতদেহ ভাসছে। পুলিশের কাছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৩ তম জন্ম দিবসের অনুষ্ঠান আয়োজন করল ভারতীয় জনতা মজদুর মহা সঙ্ঘ। মঙ্গলবার রানিগঞ্জ তার বাংলা মোড়ে বিকেল সাড়ে চারটে নাগাদ একটি সাড়ে চার কেজি ওজনের কেক কাটা হয়। ছিল মোদির জীবন নিয়ে আলোচনা চক্র। |