নাম: বিদ্যাসাগর পল্লি পুজো কমিটি। (কাটোয়া)
ধাম: কাটোয়া স্টেশন থেকে সার্কাস ময়দান রোড ধরে নজরুল মূর্তি। সেখান থেকে বাঁ দিকে একটু এগোলেই পুজো মণ্ডপ। এছাড়া কাটোয়া বাসস্ট্যান্ড থেকে স্টেশন রোড হয়ে গোয়েঙ্কা মোড়। সেখান থেকে একটু সোজা এসে বিদ্যাসাগর মূর্তি। সেখানেই পুজো।
বয়স: ২৫ বছর।
বিশেষত্ব: কাল্পনিক মন্দির।
নজর কাড়বে
পুজোর ক’টা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ। |
নাম: সেপকো সর্বজনীন পুজো কমিটি।
ধাম: সেপকো জলের ট্যাঙ্কের পাশে।
বয়স: ১১ বছর।
বিশেষত্ব: গুহাচিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে অকালবোধন পর্ব। থাকবে বিভিন্ন পৌরাণিক পটচিত্র।
নজর কাড়বে
রক গার্ডেনের আদলে পাহাড়ের পরিবেশে মণ্ডপ। |