টুকরো খবর
আমরি-বিচারে দেরি নিয়ে মামলা
ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ড সংক্রান্ত মামলার বিচার কেন বিলম্বিত হচ্ছে, জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আলিপুরের জেলা দায়রা বিচারককে আগামী সোমবারের মধ্যে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা হবে। ক্ষতিগ্রস্তদের পক্ষে অনিরুদ্ধ রায়চৌধুরী-সহ কয়েক জন হাইকোর্টে মামলা করে বলেন, আমরি কাণ্ডের বিচার বিলম্বিত হচ্ছে। প্রয়োজনে বিশেষ আদালত গড়ে বিচারের আর্জি জানান তাঁরা। ২০১১ সালের ৯ ডিসেম্বর ভোরে আমরি হাসপাতালে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অন্তত ৯৩ জনের মৃত্যু হয়। গ্রেফতার করা হয় আমরির সব অধিকর্তা-সহ ১৬ জনকে। পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, হাসপাতালের বেসমেন্টের গুদামে প্রথমে আগুন লাগে। দমকলে খবর না-দিয়ে হাসপাতাল-কর্তৃপক্ষ নিজেদের রক্ষীদের দিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে আগুন আয়ত্তে আসেনি, উল্টে এসি-র মাধ্যমে হাসপাতালের অন্যান্য তলায় তা ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে খবর পাঠানো হয় দমকলে। কিন্তু তত ক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।

পুরনো খবর:

প্রসাদ খেয়ে অসুস্থ ওন্দায়
রাধাষ্টমীর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক গ্রামবাসী। ওন্দার মাজুরিয়া এলাকার ঘটনা। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত মহিলা ও শিশু-সহ মোট ১১৪ জন গ্রামবাসী অসুস্থ হয়েছেন। তাঁদের তালড্যাংরা ও ওন্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। ওন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ দেওঘরিয়া বলেন, “খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে আমাদের অনুমান। গ্রামে একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে। অসুস্থদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক জনের স্যালাইন চলছে।” গ্রামবাসীরা জানান, মাজুরিয়া আটচালায় রাধাষ্টমী উপলক্ষে শনিবার চিড়ে ও গুড়ের প্রসাদ বিলি করা হয়েছিল। প্রসাদ খাওয়ার পর থেকেই কয়েক জনের জ্বর আসে। সঙ্গে বমি আর পায়খানা। পরিস্থিতি আরও খারাপ হয় রবিবার রাত থেকে। পরের পর গ্রামবাসী অসুস্থ হতে থাকেন। ওন্দা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “রাত থেকেই জেলা স্বাস্থ্য দফতর গ্রামে স্বাস্থ্য শিবির চালু করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

বিধি বদলের দাবি
খুচরো ওষুধের দোকান চালানোর জন্য ফার্মাসিস্ট রাখার যে নিয়ম চালু রয়েছে, তা সংস্কারের দাবি নিয়ে সবর্ভারতীয় স্তরে সরব হচ্ছে ওষুধ বিক্রেতাদের জাতীয় সংগঠন ‘এআইওসিডি’। সম্প্রতি পুরুলিয়ায় এ কথা জানিয়েছেন, সংগঠনের সম্পাদক সুরেশ গুপ্ত। তিনি শনিবার সংগঠনের পুরুলিয়া জেলা শাখার ৩১তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে শহরে এসেছিলেন। তিনি জানান, যে পদ্ধতি চালু রয়েছে তা মান্ধাতা আমলের। যে সময় এই বিধি চালু হয়েছিল, তখন এই ব্যবসা অন্য ভাবে চলত। পশ্চিমবঙ্গ এই বিধি সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব।

হাসপাতালে ব্যবসার অনুমতি এখন স্থগিত
বাগান পরিচর্যার বিনিময়ে হাসপাতাল চত্বরে সংস্থাকে হোর্ডিং ভাড়া দেওয়ার পরিকাঠামো গড়ে ব্যবসার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন ওঠায় আপাতত তা স্থগিতের নির্দেশ দিলেন স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। সোমবার শিলিগুড়ির পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোয় স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এ নির্দেশ দেন। রুদ্রবাবু বলেন, “শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই হোর্ডিংয়ের পরিকাঠামো বসানোর ওই কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শহরের বাইরে। তাঁকে জানানোর পর তিনি যে নির্দেশ দেবেন সেই মতো পদক্ষেপ করতে বলেছি।” হাসপাতাল সুপার সঞ্জীব মজুমদার জানান, সেই মতো তিনিও বিষয়টি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে জানাবেন।

পুষ্টি সপ্তাহ পালিত
গ্রামের গর্ভবতীর সচেতন করতে পুষ্টি সপ্তাহ পালিত হল চাঁচলে। সোমবার চাঁচল রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল ১-এর ৮ পঞ্চায়েতের আইসিডিএস কর্মী ও অন্তঃসত্ত্বারা। গর্ভাবস্থায় শরীরের বিশেষ যত্ন-সহ পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা হয়। অন্তঃসত্ত্বাদের ‘সাধ’ খাওয়ানো-সহ ৬ মাসের শিশুর মুখে-ভাত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.