শিক্ষক শিক্ষণের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব |
প্রাথমিক শিক্ষকের পদে আবেদনকারীদের অধিকাংশই প্রশিক্ষণপ্রাপ্ত নন। চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে তাঁদের। কবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে, তা এখনও অনিশ্চিত। অথচ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) নির্দেশ রয়েছে, প্রশিক্ষণ নেই, এমন শিক্ষকেরা চাকরিতে ঢোকার পরে ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণ দু’বছরের। ফলে কবে ফল প্রকাশ হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করা সম্ভব নয় বলে মনে হয়েছে শিক্ষা বিষয়ক বিধানসভার স্থায়ী কমিটির। স্কুলশিক্ষা সচিব অর্ণব রায়ের উপস্থিতিতে সোমবার কমিটি প্রস্তাব দিয়েছে, মাসখানেকের মধ্যে যদি ফল প্রকাশিত হয়, তা হলেও দু’বছরের প্রশিক্ষণ নিতে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ প্রয়োজন শিক্ষকদের। সে জন্য মার্চ থেকে আরও ছ’মাস প্রশিক্ষণ নেওয়ার সময়সীমা বাড়াতে এনসিটিই-র কাছে আবেদন করার জন্য স্কুলশিক্ষা দফতরকে স্থায়ী কমিটি প্রস্তাব দিয়েছে বলে বিধানসভা সূত্রের খবর।
|
কুড়ি-কুড়ি বছরের পরে আবার। পশ্চিমবঙ্গে ১৯৭২ সালে রাজ্য পরিকল্পনা পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। তার পরে দীর্ঘ ৪১ বছর কেটে গিয়েছে। পদাধিকারবলে পর্ষদের চেয়ারম্যান হলেও এর মধ্যে আর কোনও মুখ্যমন্ত্রী সেখানকার বৈঠকে থাকেননি। এত দিন পরে, সোমবার পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পদস্থ আমলারা। ছিলেন পর্ষদ-সদস্য বিজ্ঞানী বিকাশ সিংহ, অর্থনীতিবিদ নীতীশ সেনগুপ্ত, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী-সহ কিছু বিশিষ্টজনও। মুখ্যমন্ত্রী বিশিষ্টজন এবং রাজ্যের কর্তাদের কাছে উন্নয়ন নিয়ে প্রস্তাব দিতে বলেন। এক পর্ষদকর্তা পরে জানান, পুজোর পরে সদস্যেরা প্রস্তাব জমা দেবেন।
|
প্রচারে রাজ্যে আসবেন মোদী |
লোকসভা নির্বাচনের প্রচারে এ রাজ্যে আসবেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ সোমবার জানান, মোদী এ রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একটি করে সভা করবেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে মোদীর আগেই কলকাতায় আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ ও দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ রাজ্যের সংগঠনের পর্যবেক্ষক বরুণ গাঁধী। রাহুলবাবু জানান, ২৮-২৯ সেপ্টেম্বর হরিয়ানা ভবনে দলের রাজ্য কমিটির সভায় বরুণ এবং সিদ্ধার্থনাথ সিংহের উপস্থিতিতে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। ৩০ সেপ্টেম্বর মহাজাতি সদনে হবে ‘সঙ্কল্প সভা’। সেখানে থাকবেন রাজনাথ, বরুণ এবং সিদ্ধার্থনাথ।
|
পোষ্যদের চাকরি, অবস্থান ৫ অক্টোবর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কর্মরত অবস্থায় মৃতের পোষ্যদের জন্য কাজের দাবি নিয়ে পুজোর আগেই ময়দানে নামছে ফরওয়ার্ড ব্লক। চাকরি করতে করতে যে সব সরকারি কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের উপরে নির্ভরশীল পরিজনদের নিয়ে আন্দোলনের কথা আগেই ঘোষণা করে তারা। ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে সোমবার পোষ্যদের নিয়ে কনভেনশনে ঠিক হয়েছে, ৫ অক্টোবর তাঁদের চাকরির দাবিতে কলেজ স্কোয়ারে অবস্থান হবে।
|