পুজোর বাজেট ছেঁটে যাত্রী প্রতীক্ষালয় |
অমিত কর মহাপাত্র • হলদিয়া |
শারদোৎসবের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। তার আগে আজ শিল্পশহর হলদিয়া মেতে উঠবে বিশ্বকর্মার আরাধনায়। সাবেকিয়ানাকে ছাপিয়ে হলদিয়ার পুজোয় থিমের ছোঁয়া লেগেছে আগেই। তবে আগের মতো পুজো এখন আর শুধু মণ্ডপ বা প্রতিমাকেন্দ্রিক নয়। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের দিকেও ঝুঁকছেন উদ্যোক্তারা। বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকায় এখন পুজোকমিটিগুলি নানা জনমুখী কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুজোর বাজেট ছেঁটে কেউ প্রতীক্ষালয় বানাচ্ছে, তো কেউ অ্যাম্বুল্যান্স কিনছে। মণ্ডপসজ্জা ও প্রতিমার অভিনবত্বের বদলে টেক্কা দেওয়ার লড়াইটা এখন মানবিকতায়। |
|
মণ্ডপসজ্জা: হলদিয়া রিফাইনারির পুজো। |
পূর্ব মেদিনীপুরের শিল্পশহরে ছোট-বড় মিলিয়ে প্রায় দেড়শোটি পুজো হয়। এর মধ্যে ২৫টি পুজো বেশ নজরকাড়া। এগুলি মূলত বিভিন্ন বড় শিল্প সংস্থা ও তাদের কর্মী সংগঠনের পুজো। সোমবারেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বাকী পুজোগুলির উদ্বোধন হবে আজ, মঙ্গলবার। চন্দননগরের বাহারি রঙিন আলো আর অভিনব মণ্ডপ দেখার আনন্দের জোয়ারে ভাসবে হলদিয়া।
সোমবার থেকেই পুজোর ভিড় শুরু হওয়ায় পুলিশ শহরের মঞ্জুশ্রী মোড়, সিটি সেন্টার, রানিচক, এক্সাইড মোড়-সহ বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু করেছে। রাস্তায় থাকছে পুলিশের মোবাইল ভ্যানও। পুজোর সময় আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সাউথ এশিয়ান পেট্রোকেমের পুজো এ বার একাদশ বছরে পড়ল। নানা গাছের বীজ ব্যবহার করে মন্দিরের আদলে তৈরি মণ্ডপে ১৫ ফুট উচ্চতার প্রতিমা নজর কাড়বে দর্শকদের। তার সঙ্গে চন্দননগরের আলোকসজ্জায় থাকছে উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়। পুজো কমিটির সম্পাদক পুলকেশ কালসা বলেন, “মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পুজো কমিটির পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়াও অনাথ প্রতিবন্ধী শিশুদেরও আর্থিক সাহায্য দেওয়া হবে। পুজোর তিন দিন শুধুমাত্র প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” |
|
সেজে উঠেছে ইন্ডিয়ান অয়েলের মণ্ডপও। |
টাটা কেমিক্যালস্-এর পুজোয় এবারের বাজেট ৭ লক্ষ টাকা। পাটের আঁশ দিয়ে তৈরি মণ্ডপে আকর্ষণ শস্য দানা দিয়ে তৈরি প্রতিমা। উদ্যোক্তাদের অন্যতম অজয় মাইতি জানান, পুজোর বরাদ্দ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এক্সাইড এমপ্লয়িজের পুজোয় এবার পাট, বিশেষ প্রজাতির ঘাস, খড় ও ফলের বীজ দিয়ে তৈরি মণ্ডপে আকর্ষণ কাচের চুড়ির প্রতিমা। আইওসি এমপ্লয়িজ ক্লাবের সত্তর ফুট উচ্চতার মণ্ডপ অলঙ্কৃত হবে তালপাতা ও ফলের খোল দিয়ে। প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়া, রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে তারা। হলদিয়া রিফাইনারি ঠিকাদার সংগঠনের সম্পাদক শ্রীদেব মণ্ডল জানান, পুজোর বাজেটের টাকা বাঁচিয়ে এ বার তাঁরা সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করাচ্ছেন। আবার হলদিয়া লরি ওনার্স অ্যাসোসিয়েশন পুজোর বাজেটে কাটছাঁট করে শ্রমিক পরিবারের জন্য একটি অ্যাম্বুল্যান্স কিনছে। সামাজিক এই উত্তরণই হলদিয়ার বিশ্বকর্মা পুজোর নয়া ট্রেন্ড।
|
ছবি: আরিফ ইকবাল খান। |
|