জেল চত্বরে মিলল রক্ষীর ঝুলন্ত দেহ |
এক কারারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার হল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার চত্বরে। মৃতের নাম প্রদীপ চন্দ (৪২)। বাড়ি মেদিনীপুর শহরের অশোকনগরে। প্রদীপবাবু কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়ার্ডার ছিলেন। জেল সূত্রে খবর, রবিবার তাঁর নাইট ডিউটি (রাত ১০টা থেকে সকাল ৬টা) ছিল। সেই মতো রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সোমবার সকালে বাড়ি ফিরছেন না দেখে পরিজনেরা খোঁজ শুরু করেন। জানা যায়, ওই কারারক্ষী নাইট ডিউটিতে আসেননি। সংশোধনাগার চত্বরেই ‘কারারক্ষী সমিতি পশ্চিমবঙ্গ’র দোতলা অফিসের সিঁড়ি থেকে প্রদীপবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অনুমান, মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন।
|
পঞ্চায়েত নির্বাচনের জন্য বিধির গেরোয় বিভিন্ন প্রকল্পের কাজ চলেছে শ্লথ গতিতে। বরাদ্দ টাকা পড়ে ছিল। এখন নতুন পঞ্চায়েত তৈরি হয়েছে। হয়েছে নতুন উপ-সমিতি। এই পরিস্থিতিতে কাজে গতি আনতে মহকুমাশাসকদের ব্লক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক গুলাম আলি আনসারি। ব্লক পরিদর্শন শুরু করেছেন মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। মেদিনীপুর সদর এবং শালবনি বিডিও অফিসে গিয়ে বৈঠক করেছেন। সেখানে সদ্য নির্বাচিত পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক, বিভিন্ন দফতরের ব্লক অফিসাররা উপস্থিত ছিলেন। কাল, বুধবার কেশপুরে এবং পরশু, বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে (গড়বেতা-৩) বৈঠক হবে। শুক্রবার গোয়ালতোড়ে (গড়বেতা-২) এবং আগামী মঙ্গলবার গড়বেতায় (গড়বেতা-১) বৈঠক হবে। মেদিনীপুর সদর এবং শালবনিতে ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেখানে নানা সমস্যার কথা উঠে এসেছে। কী ভাবে তা কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এতে কাজে গতি আসবে বলেই অনুমান।
|
বিষক্রিয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে খড়্গপুরের তালবাগিচায় মৃতের নাম সুরেন শীল (৫০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সুরেনবাবুর সংসারে অশান্তি চলছিল। এ দিন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ায় ছটফট করতে থাকেন। পরিজনেরা তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। অনুমান, অবসাদে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। |