টুকরো খবর
দুর্ঘটনায় জখম তিন স্কুলছাত্রী, গাড়িতে আগুন
রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হল তিন স্কুলছাত্রী। সোমবার সকালে উলুবেড়িয়ার পীরতলা মোড়ের কাছে মুম্বই রোডে এই দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় একটি ক্লাবঘরে আটকে রাখা হয় গাড়ির মালিক (তিনিই ছিলেন চালকের আসনে) ও এক মহিলা সহযাত্রীকে। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনান আদর্শ বিদ্যালয়ের পঞ্চম, সপ্তম ও দশম শ্রেণির ওই তিন ছাত্রী এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যাচ্ছিল। পীরতলায় রাস্তা পেরোনোর সময়ে কলকাতা থেকে খড়্গপুরগামী ছোট গাড়িটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই তিন জনকে।

জনরোষে পুড়ল গাড়ি।—নিজস্ব চিত্র।
জখম হয়ে রাস্তায় ছিটকে পড়ে তারা। গাড়িটিও লেন টপকে গিয়ে উল্টে পড়ে। ইমামা খাতুন নামে দশম শ্রেণির জখম ছাত্রীটিকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। বাকিরা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে উত্তেজিত জনতা গাড়ির চালক ও মহিলা সহযাত্রীকে পাশের একটি ক্লাবে এনে আটকে রাখে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকল আসে।

সহকর্মীকে ‘খুন’, গ্রেফতার
মজা করার প্রতিশোধ নিতে গিয়ে সহকর্মীকে খুনের অভিযোগ উঠল চায়ের দোকানের এক কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে, হাওড়ার লিলুয়া এলাকায়। পুলিশ জানায়, মৃত রাজু সিংহ (২৫) লখনউয়ের বাসিন্দা। গ্রেফতার হয়েছে বিহারের বাসিন্দা অভিযুক্ত অরবিন্দ সাউ। এঁরা দু’জনই সাত-আট বছর ধরে জায়সবাল হাসপাতাল লাগোয়া একটি চায়ের দোকানে কাজ করতেন। স্থানীয়েরা জানান, অরবিন্দের সঙ্গে মাঝেমধ্যেই দোকানের অন্য কর্মীরা মজা করতেন। রবিবার দোকানে চেঁচামেচি শুনে পড়শিরা বেরিয়ে এসে দেখেন, রাজুর গলা থেকে রক্ত বেরোচ্ছে। তাঁকে জায়সবাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হলে অন্য হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় রাজুর। দোকানের কর্মীদের থেকে পুলিশ জেনেছে, মজা করা নিয়েই রাজু ও অরবিন্দের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। আচমকাই অরবিন্দ একটি ছুরি নিয়ে রাজুর গলায় ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রাতেই অভিযুক্তকে ধরা হয়।

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী
মানসিক ভারসম্যহীন এক তরুণী গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং এলাকায়। পুলিশ জানায়, তরুণীর নাম শ্রবনী রায় (২১)। বাড়ি ঘোষপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই দিন রাতে আচমকাই তরুণীটি গঙ্গায় ঝাঁপ মারেন। প্রায় সঙ্গে সঙ্গেই তলিয়ে যান। বিষয়টি পুলিশের নজরে আসার পরই গঙ্গায় তল্লাশি শুরু হয়। রাতেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করে।

বিবেক যুব সম্মেলন
‘বিবেক যুব সম্মেলন’ হল উলুবেড়িয়ায়। রবিবার রবীন্দ্রভবনে বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারীর উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রম, বৃন্দাবনপুরের স্বামী অনাহতনন্দ। ‘স্বামীজি ও ভারত’ নিয়ে আলোচনা করেন স্বামী সর্বাত্মানন্দ। স্বামীজিকে নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।

জয়ী তৃণমূল
পোলবার সুগন্ধ্যা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। তৃণমূল ছাড়াও সিপিএম, কংগ্রেসও সেখানে লড়াই করেছিল। ৬টি আসনেই তৃণমূল জয়ী বলে জানায় প্রশাসন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.