টুকরো খবর |
বিহারে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দুই পুলিশ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মহিলা সহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেই। গত রাতে সমস্তিপুরের মুফস্শিল থানা এলাকার ঘটনা। গ্রেফতার দুই অভিযুক্ত। দ্বারভাঙা থেকে সরকারি কাজে সমস্তিপুরে গিয়েছিলেন বিহার মিলিটারি পুলিশের এক মহিলা কনস্টেবল। থানার পাশেই পুরুষ পুলিশকর্মীদের ব্যারাক। কাজ শেষ করতে রাত হয়ে গিয়েছিল মহিলার। অভিযোগ, সহকর্মী সুবেদার ধ্রুবনাথ প্রসাদ তাঁকে রাতে পুলিশ ব্যারাকেই থেকে যেতে বলে। প্রথমে রাজি হননি মহিলা কনস্টেবল। কিন্তু, রাতে দ্বারভাঙা ফেরার সমস্যার কথা ভেবে তিনি ধ্রুবনাথের কথা মেনে নেন। তাঁর অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ শামসুল জোহা নামে এক হাবিলদারকে সঙ্গে নিয়ে ঘরে যায় ধ্রবনাথ। দু’জনেই মদ্যপ ছিল। তাঁকে ধর্ষণের চেষ্টা করে তারা। চিৎকারে থানার লোকজন চলে আসেন। বেগতিক দেখে পালায় অভিযুক্তরা। পরে, তাদের দ্বারভাঙার লাহেরিয়াসরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
|
স্ত্রী, মেয়েকে খুন করে আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্ত্রী, শিশুকন্যাকে ধারালো অস্ত্রে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। গত কাল গোলাঘাটের ঘটনা। পুলিশ জানায়, জুগিবাড়ি গ্রামের বাসিন্দা বাঁশ ব্যবসায়ী গোলাপ ওরফে দম্পু এক্কার সঙ্গে মাঝেমধ্যেই বচসা হত স্ত্রী রেবেকার। গতকাল ফের দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। বছর তিনেকের মেয়ে বাইরে খেলছিল। গোলাপ তাকেও ঘরের ভিতরে নিয়ে যান। দরজা বন্ধ করে দেন তিনি। পরে, কারও সাড়াশব্দ না-পেয়ে এলাকার বাসিন্দারা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। পুলিশ জানিয়েছে, রক্তাক্ত শিশুর দেহ মাটিতে পড়েছিল। কড়িকাঠ থেকে ঝুলছিল ওই ব্যবসায়ীর দেহ। রক্তের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েছিলেন রেবেকা। আজ হাসপাতালে তাঁরও মৃত্যু হয়।
|
কবর থেকে তদন্তে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
কবর খুঁড়ে দুটি শিশুর দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ। আজ লাতেহারের চান্দোয়াতে। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে অমৃতা (৪), অনিতা (৩) এবং ববিতা কুমারী নামে একই পরিবারের তিনটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। তদন্তকারীরা জানান, অমৃতা এবং অনিতা দুই বোন। ববিতা তাদের মাসি। ববিতার সঙ্গেই গ্রামের বাজারে গিয়েছিল দু’জন। শুক্রবার গ্রামের একটি পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। বছর ষোলোর ববিতা এখনও নিখোঁজ। পুলিশকে না-জানিয়েই মৃতদেহগুলি কবর দিয়ে দেওয়া হয়। আজ ওই দুটি দেহই কবর থেকে তোলা হয়। জেলার পুলিশ সুপার মাইকেল রাজ জানিয়েছেন, দেহ দুটির ফরেন্সিক পরীক্ষাও করা হবে। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
|
জামুইয়ে স্ত্রীকে খুন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
স্ত্রীকে পুড়িয়ে খুন করে জঙ্গলের একটি কুয়োয় ফেলে পালাল এক যুবক। এমনই অভিযোগ উঠেছে জামুইয়ের খয়রা থানার উটাখার মানিজোর গ্রামে। চারদিন আগে ঘটনাটি ঘটলেও, আজ ভোরে মহিলার অর্ধদগ্ধ দেহের খোঁজ মিলেছে। পুলিশ জানায়, আচমকা নিখোঁজ হয়ে যান সোমিদেবী। তাঁর স্বামী উমেশ সাউ সোমিদেবীর বাপের বাড়িতে খবর পাঠান। তাঁর খোঁজ শুরু হয়। স্ত্রীর ‘সন্ধান’ করতে থাকেন উমেশও। আজ ভোরে সোমিদেবীর বাড়িতে ফোন করে উমেশ। সে জানায়, স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জঙ্গল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পরই উমেশ পালিয়ে যায়। জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন সোমিদেবীর পরিজনরা।
|
শ্লীলতাহানিতে ধৃত জওয়ান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গুয়াহাটি-লিডো ইন্টারসিটি এক্সপ্রেসের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় ছিলেন এক মহিলা। অভিযোগ, ওই জওয়ান তাঁর উপরে চড়াও হয়। মরিয়ানি থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জওয়ান কৃষ্ণলাল সাইনি শিবসাগরের মাইবালায় কর্মরত।
|
থানায় উদ্ধার ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
থানা চত্বরেই উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মেঘালয়ের নংপো এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যা। পুলিশ জানায়, থানার ‘কম্পিউটার অপারেটর’ ছিলেন চাঁদমারির বাসিন্দা কুলরঞ্জন গোস্বামী। দিনদুয়েক ধরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরিজনরা। থানায় হাজির হন সকলে। এরপরই, থানার একটি শৌচাগারে কুলরঞ্জনের ঝুলন্ত দেহের খোঁজ মেলে। পুলিশ জানিয়েছে, এক বছর আগে বিয়ে হয়েছিল ওই যুবকের।
|
কুয়োয় বন্দির দেহ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংশোধনাগারের একটি কুয়ো থেকে উদ্ধার হল যাবজ্জীবন কারাদণ্ড-প্রাপ্ত এক ব্যক্তির দেহ। তেজপুরের ঘটনা। গত সন্ধ্যার পর থেকে খুনের দায়ে বন্দি ললিত নায়েকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাড়ি জামুগুড়িহাটের ডিকোরাই চা বাগানে। পরে, পুরনো একটি কুয়োয় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত্যুর কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
|
ট্রাক্টর উল্টে মৃত দুই
সংবাদসংস্থা • কাটিহার |
ট্রাক্টর উল্টে মৃত্যু হল দুই মহিলার। জখম ১২ জন। গত রাতে কাটিহারের রামপুর-গোয়ালটোলি গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। তখনই গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মঞ্জুদেবী (৫০) এবং মঙ্গিয়াদেবীর (২২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক।
|
স্পেকট্রামের দর নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় দফায় স্পেকট্রাম নিলামের ন্যূনতম দর নিয়ে রিপোর্ট জমা দেবে টেলিকম দফতর (ডট)। এর আগে ৯ সেপ্টেম্বর ওই দর গত দুই নিলামের তুলনায় ৬০% পর্যন্ত কমানোর সুপারিশ করেছিল টেলি নিয়ন্ত্রক ট্রাই। ডট রিপোর্ট দিলে তা খতিয়ে দেখতে আন্তঃ-মন্ত্রক গোষ্ঠীর কাছে পাঠানো হবে।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরের ডিমনা লেক থেকে আজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, ইজাজ আহমেদ (২৮) নামে ওই যুবকের বাড়ি আজাদ নগরে। একটি দোকান ছিল ইজাজের। ডিমনা লেকে নেমেছিলেন তিনি। তখনই লেকে তলিয়ে যান।
|
আসারাম জেলে আরও ১৪ দিন |
|
আদালতের বাইরে আসারাম। জোধপুরে। ছবি: পিটিআই |
আরও চোদ্দো দিনের জেল হেফাজত হল আসারাম বাপুর। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ সেপ্টেম্বর থেকেই জেলে আছেন তিনি। এ দিকে কিশোরীর আইনজীবীর দাবি, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে মক্কেলকে। “আমার মক্কেলের বাবা জানিয়েছেন, তাদের মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। আমাকে কিছু মেল পাঠিয়েছেন তাঁরা। তাতে স্পষ্ট, আসারাম বাপুর সমর্থকরা কী ভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে সাক্ষীদের। কিশোরীর পরিবার একেবারেই নিরাপদে নেই”, বলেন আইনজীবী।
পুরনো খবর: সাধুর প্রতিবাদ
|
কুড়ানকুলাম চালু হবে অক্টোবরে |
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম হাজার মেগাওয়াটের চুল্লিটি বাণিজ্যিক ভাবে কাজ শুরু করবে অক্টোবরে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার বিরোধিতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে কুড়ানকুলামে। স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে নানা ভাবে ধাক্কা খেয়েছিল প্রকল্পের কাজ। গত মে মাসে আন্দোলনকারীদের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পরমাণু বিদ্যুৎ নিগমের ওয়েবসাইটে জানানো হয়েছে অক্টোবরে চালু হবে প্রথম চুল্লিটি। তার ৯৯.৭৪ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে অগস্টেই। আর একটি হাজার মেগাওয়াটের চুল্লি তৈরির কাজ শেষের মুখে। আগামী বছর জুনে সেটি বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে আশা কর্তৃপক্ষের।
পুরনো খবর: কুড়ানকুলামে বিক্ষোভ সামলাতে পুলিশের গুলি, গ্যাস, নিহত ১
|
কয়লা কেলেঙ্কারি |
কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত হারিয়ে যাওয়া ফাইল নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল কয়লা মন্ত্রক। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে কয়লাখনি বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তা নিয়ে তদন্ত করছে সিবিআই। ওই সময়ের কয়লাখনি বণ্টন সংক্রান্ত প্রায় ২০০টি ফাইল হারিয়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। কী ফাইল প্রয়োজন তা কেন্দ্রকে সরাসরি জানাতে সিবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
পুরনো খবর: জেরার মুখে পড়তে পারেন মনমোহনের ঘনিষ্ঠ কর্তা
|
দিল্লিতে ফের ধর্ষণ |
রাজধানী জুড়ে দীর্ঘ বিক্ষোভ-প্রতিবাদ-আন্দোলনের পর গত শুক্রবারই নির্ভয়া-কাণ্ডে ধষর্ণকারীদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তার পরে তিন দিনও গেল না, ফের ধর্ষণ দিল্লির বুকে। চার বছরের একটি মেয়েকে ধর্ষণ করে দক্ষিণ-পশ্চিম দিল্লির নারাইনা পার্কের কাছে ময়লা ফেলার জায়গায় ফেলে রেখে গিয়েছিল অপরাধীরা। রবিবার সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
|
পুঞ্চে ফের গুলি |
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পুঞ্চের মান্ডি ও গাঢ়ির সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুটে আসে পাকিস্তান সীমান্ত থেকে। গুলি-বিনিময় চলে তিন ঘণ্টার উপর। এই নিয়ে এ বছর ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। |
|