রান্নার গ্যাসে ভর্তুকি মেলেনি, অভিযোগ ইন্ডিয়ান অয়েলের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গ্রাহকের কাছে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি পৌঁছে দিয়ে কেন্দ্র সাফল্য দাবি করলেও, ইন্ডিয়ান অয়েল (আইওসি)-এর দাবি, ভর্তুকির টাকা তেল সংস্থাগুলি নিজেদের পকেট থেকে দিচ্ছে। কেন্দ্রের সে টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও, এ পর্যন্ত তারা এক পয়সাও পায়নি। তেল মন্ত্রককে লেখা চিঠিতে আইওসি-র ডিরেক্টর (এলপিজি) এ এন ঝার অভিযোগ, ওই টাকা কেন্দ্র মিটিয়ে না-দিলে এই প্রক্রিয়া চালানো নিয়ে সংশয় দেখা দিতে পারে। রাজ্যে এই ব্যবস্থা চালু না-হলেও, দেশের অন্যত্র ৫৪টি জেলায় তা চালু হয়েছে। সেখানে এ পর্যন্ত সংস্থাগুলির দেওয়া ভর্তুকি ২২২ কোটি টাকা। কিন্তু সে টাকা মেটায়নি কেন্দ্র। ১ জানুয়ারির মধ্যে আরও ২৮৯টি জেলায় (পশ্চিম -বঙ্গেরও একাংশ) এই পরিষেবা চালু হওয়ার কথা। তখন বছরে ভর্তুকি হবে প্রায় ২৭ হাজার কোটি টাকা। |
ফের মার্কিন ওষুধ নিয়ন্ত্রকের হুঁশিয়ারি র্যানব্যাক্সিকে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফের বিপাকে র্যানব্যাক্সি। সংস্থার পঞ্জাবের কারখানায় যে-সব ওষুধ তৈরি হয়, সেগুলি আমেরিকায় আমদানির ক্ষেত্রে হুঁশিয়ারি জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক এফডিএ। অভিযোগ, মোহালির ওই কারখানায় উন্নত মানের পণ্য তৈরির বিধি ভাঙা হয়েছে। ওয়েবসাইটে এফডিএ জানিয়েছে, নজরদারির সময়েই বিষয়টি ধরা পড়ে। র্যানব্যাক্সি মুখপাত্রের যদিও দাবি, “এ রকম তথ্য এখনও হাতে আসেনি। খোঁজ-খবর নিচ্ছি।” মার্কিন হুঁশিয়ারির জেরে সোমবার বিএসই-তে র্যানব্যাক্সির শেয়ার দর পড়ে যায় ৩০.২৭ শতাংশ। প্রসঙ্গত, গত মে মাসে দেশের দু’টি কারখানায় কিছু ‘ভেজাল’ ওষুধ তৈরি ও বণ্টনের অভিযোগে এফডিএ র্যানব্যাক্সিকে ৫০ কোটি ডলার জরিমানা করেছিল। তখন সংস্থা সেই অপরাধ কবুলও করে। |