রামপুরহাট কলেজে বিশৃঙ্খলা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এসএমএস করাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হল রামপুরহাট কলেজ চত্বরে। সোমবার দুপুরের এই ঘটনায় মিলন শেখ নামে এক যুবক জখম হয়েছেন। মাড়গ্রাম থানার দুনিগ্রামের বাসিন্দা ওই যুবক তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দিন কয়েক আগে একটা এসএমএসকে কেন্দ্র করে রামপুরহাট বাসস্ট্যান্ডে স্থানীয় এসএফআই সমর্থকদের সঙ্গে মিলনের বচসা হয়। এ দিন কলেজে ওই সমস্যা মেটানোর কথা ছিল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের দাবি, “কলেজে এসএফআই পায়ের তলার মাটি ক্রমশ হারাচ্ছে। সেই কারণে যে কোনও ছুতোয় বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা পাকাচ্ছে।” এ দিকে ঘটনার বিষয়ে কিছু জানা নেই বলে দাবি ছাত্রপরিষদ ও তৃণমূল ছাত্রপরিষদ পরিচালিত রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আলম শেখের। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসের সামনে গণ্ডগোল হলেও কী ঘটেছে, তা জানা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পান। তিনি বলেন, “কলেজে ভর্তির কাজে ব্যস্ত ছিলাম। পরে শুনেছি একজন জখম হয়ে হাসপাতালে চিকিসাধীন। পুলিশকে বিষয়টি জানিয়েছি।” এসএফআইয়ের জেলা সহ-সম্পাদক রাহুল চট্টোপাধায় বলেন, “জখম মানিক শেখ একজন বহিরাগত হয়ে কলেজে ঢুকেছিল। মানিক আগে এসএফআই করত। বর্তমানে তৃণমূল ছাত্রপরিষদ করে। নিজেদের মধ্যে গণ্ডগোল করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে।” এ দিকে অবস্থার অবনতি হওয়ায় জখম ওই যুবককে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত কর হয়।
|
ব্যবসায়ী আক্রান্ত
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ব্রজেন প্রামাণিক। — নিজস্ব চিত্র। |
ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। রবিবার রাতে ঘটনাটি ঘটে নলহাটি-মুরারই রাস্তায়, নলহাটি থানার আশ্রমপাড়া লাগোয়া এলাকায়। আশ্রমপাড়ার বাসিন্দা ব্রজেন প্রামাণিক নামে ওই ব্যবসায়ী গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নলহাটির ৩ নম্বর ওয়ার্ডে ব্রজেনবাবুর একটি সোনার দোকান আছে। রবিবার রাত ৮টার পরে তিনি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, “আশ্রমপাড়া লাগোয়া এলাকায় অন্ধকারে দু’জন দুষ্কৃতী আমাকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। তাদের কথা মতো জিনিসপত্র দিতে রাজি না হওয়ায় ওরা কাছ থেকে দুটো গুলি করে। গুলি লাগেনি দেখে ওরা আমাকে ঝাপটে ধরে আমার কাছে থাকা ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। তখন ওরা আমার মাথায় ও বাম হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে। আমার চিৎকারে একটু দূরে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা আর এক দুষ্কৃতীর সঙ্গে পাইকপাড়ার দিকে পালিয়ে যায়।” ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
|
বিজেপির ভোট প্রচার দুবরাজপুরে
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবররাজপুর পুরভোটের প্রচারে এসে কামদুনি থেকে সারদাকাণ্ড, অনুব্রত মণ্ডলের ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি— বিভিন্ন প্রসঙ্গ তুলে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় দুবরাজপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আয়েজিত নির্বাচনী জনসভা থেকে পুরভোটে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি তৃণমূল সরকারের সমালোচনা করে শমীকবাবু বলেন, “এই সরকার উৎসবের সরকার। এক দিকে সরকার বলছে সরকারি কোষাগারে টাকা নেই। অথচ বিভিন্ন উৎসবের নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকা খরচ করছে। এতে মানুষের ভাল হতে পারে না।” আক্রমণের নিশানা থেকে বাদ যাননি সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডেও। বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব ছাড়াও এ দিনের জনসভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক বাটুল ঝা।
|
দুই প্রতিনিধি
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
বিশ্বভারতীতে পরিদর্শক তথা রাষ্ট্রপতির প্রতিনিধি মনোনীত হলেন এলাকার চিকিৎসক তথা কংগ্রেস নেতা সুশোভন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন তথা ইংরেজি বিভাগের অধ্যাপিকা সংযুক্তা দাশগুপ্ত। এই মর্মে রাষ্ট্রপতি ভবন থেকে দিন কয়েক আগে বিশ্বভারতীতে চিঠি এসেছে। প্রসঙ্গত, ১৯৮২ সালে সুশোভনবাবু প্রথম বিশ্বভারতীতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মনোনীত হন। তৎকালীন দেশের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক জৈল সিংহের সময়ের পর থেকে কখনও রাষ্ট্রপতি, কখনও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এই নিয়ে সাত বার তিনি মনোনীত হয়েছেন। ১৯৮৩ সালে বোলপুর বিধানসভাকেন্দ্র থেকে নির্বাচিত জন প্রতিনিধি তথা এলাকায় এক টাকার ডাক্তারবাবু বলে পরিচিত সুশোভনবাবু প্রায় ১৮ বছর ধরে বিশ্বভারতীর কর্মসমিতিতে রয়েছেন। বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা সবুজকলি সেন বলেন, “বিশ্বভারতীর পরিদর্শকের প্রতিনিধি হিসেবে সুশোভন বন্দ্যোপাধ্যায় ও সংযুক্তা দাশগুপ্ত মনোনীত হয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা আমাদের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে যেতে আগামী দিনে সহায়তা করবে বলে আশা করি।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
যাত্রী ভর্তি পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল এক প্রৌঢের। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাটের বারমেসিয়া গ্রামের কাছে। পুলিশ জানায় মৃতের নাম মনির শেখ (৫০)। বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মুর্চা গ্রামে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। রামপুরহাট থেকে দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
|
আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
বিশ্বভারতীর দর্শন সদনের স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা করলেন। শামিমা আকতার নামে ওই ছাত্রীকে প্রথমে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল থেকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ছাত্রী শান্তিনিকেতনের ভূবনডাঙা এলাকায় মেসে থাকতেন। সহপাঠী সোমা মণ্ডল জানতে পেরে পিএম হাসপাতালে নিয়ে যান। বিশ্বভারতীর ছাত্র পরিচালক অধ্যাপক শমিত রায় বলেন, “এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।”
|
ব্যবসায়ী জখম নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। রবিবার রাতে ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটির আশ্রমপাড়ায়। ব্রজেন প্রামাণিক নামে ওই ব্যবসায়ী রামপুরহাট হাসপাতালে চিকিত্সাধীন। |