সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে প্রকাশ্যে আসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের তদন্ত-রিপোর্ট। কূটনৈতিক সূত্রের খবর, তাতে লেখা থাকবে, গত ২১ অগস্ট দামাস্কাসে রকেট হানার সময়েই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল এমন প্রমাণ মিলেছে। তবে কে বা কারা এই অস্ত্র ব্যবহারের জন্য দায়ী, তা নিয়ে কোনও মন্তব্য নেই রিপোর্টে। |
এই প্রথম মিস আমেরিকার শিরোপা উঠল কোনও ভারতীয় বংশোদ্ভূতের মাথায়। ২৪ বছরের নিনা ডাভুলুরি এই শিরোপা জেতার সঙ্গে সঙ্গেই অবশ্য সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বিদ্বেষমূলক মন্তব্যে। কেউ তাঁকে আরব, আবার কেউ তাঁকে আল-কায়দার জঙ্গি বলে তোপ দেগে চলেছেন। তাতে অবশ্য ভেঙে পড়েননি নিনা। জানিয়েছেন, এ সব গায়ে মাখছেন না। এই প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ কেজি ঝরিয়েছিলেন। এত পরিশ্রমের পর যে সাফল্য পেয়েছেন সেটি তাঁর কাছে অমূল্য। |