স্কুলবাসের ধাক্কায় জখম
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্কুলবাসের ধাক্কায় জখম হলেন এক রিকশা চালক। হাল্কা চোট পায় বাসের ভিতরে থাকা কয়েক জন পড়ুয়াও। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এবিএল মোড়ে। রিকশা চালকের নাম সুরজিৎ মণ্ডল। স্কুল বাসের চালককে আটক করেছে পুলিশ। বিকেল সাড়ে ৩টে নাগাদ একটি স্কুলের পড়ুয়াদের নিয়ে ওই বাসটি ২ নম্বর জাতীয় সড়ক থেকে এবিএলের রাস্তায় ঢুকছিল। সেই সময় সামনে থাকা একটি রিকশাকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। বাসের ভিতরে থাকা জনা দশেক পড়ুয়াও হাল্কা চোট পায়। ঘটনাস্থলে পুলিশ আসে। জখম রিকশা চালককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চালক বাসটি চালানোর সময় অপ্রকৃতস্থ অবস্থায় ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর সকালে এ-জোনের দয়ানন্দ রোডের মোড়ে স্কুটির পিছনে পুলকারের ধাক্কায় প্রথম শ্রেণির এক ছাত্রী মাথায় চোট পায়। হাঁটুতে চোট পান স্কুটির চালক তার মা। জখম ছাত্রীকে ভর্তি করতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়। সোমবার ফের স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা চালককে ধাক্কা মারায় নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা।
|
বিদ্যুৎহীন এলাকা, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রায় ১০ দিন ধরে ট্রান্সফর্মার খারাপ হয়ে থাকার জন্য বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে কুলটির ইন্দিরা গাঁধী কলোনি। অবিলম্বে ট্রান্সফর্মার সারানোর দাবিতে সোমবার রাজ্য বিদ্যুৎ পর্ষদের বরাকর শাখা কার্যালয়ে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েকশো বাসিন্দা। তাঁদের অভিযোগ, বহু আবেদন করার পরেও এ বিষয়ে কোনও হেলদোল দেখাচ্ছেন না বরাকর শাখার আধিকারিকেরা। বাসিন্দাদের বিক্ষোভ উত্তেজনা এক সময় চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কুলটি থানার পুলিশ ছুটে আসে। পুলিশের হস্তক্ষেপেও উত্তেজনা থামেনি। শেষে আসানসোল ডিভিশনাল ইঞ্জিনিয়ার মীতেশ দাশগুপ্ত দ্রুত ট্রান্সফর্মার সারানোর আশ্বাস দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
লরি ছিনতাইয়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সিমেন্ট বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে সালানপুর পুলিশ মহম্মদ কানু নামের এক দুষ্কৃতীকে ধরেছে। গত ১৫ জুন ২ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড় থেকে লরিটি ছিনতাই হয়। |