কলেজে শিক্ষাকর্মী নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থীরা। মালদহের সামসি কলেজে রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এদিন শিক্ষাকর্মী পদে নিয়োগের পরীক্ষা ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ আগে থেকেই প্রার্থী নির্বাচিত করে রেখেছেন বলে অভিযোগ ওঠে। পরীক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রলয়কান্তি ঘোষ বলেন, “অভিযোগ ঠিক নয়।” কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজে করণিক, টাইপিস্ট ও পিওন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগের স্বচ্ছতার জন্য বিশ্ববিদ্ধালয় কমিটি তৈরি করেছে। প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু কমিটিই দেখছে। ওই ৩টি পদের মধ্যে এ দিন ছিল করণিক ও টাইপিস্ট নিয়োগের পরীক্ষা। পরীক্ষায় বসেন ৪২৮ পরীক্ষার্থী। আবেদনকারীদের অভিযোগ, পরিচালন সমিতির সদস্যের আত্মীয় বা ঘনিষ্ঠদের ওই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সর্বত্র তা শোনা যাচ্ছে। এতে পরীক্ষা নেওয়ার কোনও মানেই হয় না। প্রথমার্ধে করণিক পদে পরীক্ষা শেষ হওয়ার পরেই দলবেঁধে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। আর্থিক লেনদেনের অভিযোগ তাঁরা তোলেন। পরিচালন সমিতি সভাপতি জেলা যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, “স্থানীয়দের নিয়োগ করা নিয়ে একটা চাপ ছিল। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে কমিটি গড়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। কোনও অস্বচ্ছতা নেই। ভুয়ো অভিযোগ করা হয়েছে।” কলেজ পরিচালন সমিতির সদস্য তথা রতুয়া-১ ব্লকের তৃনমূল সভাপতি ফজলুল হকের দাবি, “কাদের চাকরি হবে তা গোটা ব্লকে রটে যায়। অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছি। সভাপতির সঙ্গে কথা বলে পরীক্ষা বাতিলের কথা বলব।”
|
খোলা আকাশের নীচে মুর্তি গড়ায় বৃষ্টি এলে কোথায় সরানো হবে তা নিয়েই দুশ্চিন্তা মৃৎশিল্পীর। মৃৎশিল্পীদের দাবি, একটি কুমোরটুলি তৈরি হলে সমস্যা মিটবে। শুধু বৃষ্টি নয়, উপযুক্ত স্থান না থাকায় প্রতিমা তৈরির শুরু থেকে বিক্রি পর্যন্ত প্রতি পর্বে সমস্যা পোহাতে হয় বলে অভিযোগ। পুরসভাকে এই বিষয়ে আর্জি করা হবে বলে মৃৎশিল্পীরা জানান। পুর চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “কুমোরটুলি তৈরির মতো সরকারি জমি নেই। সে কারণেই শহরে কুমোরটুলি তৈরি হয়নি।” উত্তর দিনাজপুর ইসলামপুরে প্রতিমা তৈরির পেশায় আছেন ১০ জন ও তাঁদের পরিবার। এর বেশ কিছু শিল্পী জাতীয় সড়কের ধারে মূর্তি গড়ার কাজ করে থাকেন। স্থানীয় মৃৎশিল্পী সন্তোষ পাল বলেছেন, “ইসলামপুর শহরের একটি কুমোরটুলি বিশেষ প্রয়োজন। সরকারি হস্তক্ষেপ ছাড়া তা কিন্তু সম্ভব নয়।”
|
কোচবিহার ২ পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনে গোলমাল এড়াতে পুণ্ডিবাড়ি বিডিও অফিস চত্বর এবং আশপাশে দুশো মিটার ১৪৪ ধারা জারি করল প্রশাসন। আজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তা জারি থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়, প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে। এ ছাড়াও ওই দিন সকাল থেকে পুণ্ডিবাড়ি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারির জন্য পুলিশ মোতায়েন হবে। সদর মহকুমাশাসক বিকাশ সাহা বলেন “আমরা ঝুঁকি নিতে চাইছি না। বাড়তি সতর্কতায় এ ব্যবস্থা হয়েছে।” ৩ সেপ্টেম্বর ওই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র গোলমাল হয়। |