হুমকি সত্ত্বেও ধর্মঘটে অনড় বাস মালিকরা
রিবহণমন্ত্রী মদন মিত্রের পারমিট বাতিলের হুমকি সত্ত্বেও ধর্মঘটের প্রশ্নে অনড়ই রইলেন বাস মালিকেরা। পরিবহণমন্ত্রীর হুমকি প্রসঙ্গে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের নেতাদের বক্তব্য, “সরকার পরিবহণ শিল্পে ভাড়া বাড়াতে চায় না, এই বার্তা এখনই রটে গিয়েছে। ফলে পরিবহণ শিল্পের যা হাল, তাতে এমনিতেই কেউ বাসের পারমিট নিতে চাইছেন না। সরকার আমাদের পারমিট বাতিল করলেও নতুন কেউ পারমিট নিতে আসার আগ্রহ দেখাবেন না বলেই তো মনে হয়।” এ প্রসঙ্গে সম্প্রতি ট্যাক্সির পারমিট বিলি নিয়ে মালিকদের মধ্যে অনীহা দেখা দিয়েছে বলে দাবি করে বাসমালিকেরা অনেকেই বলছেন, “ভবিষ্যতে ভাড়া না বাড়লে বিপদ হবে বুঝেই ট্যাক্সি মালিকেরা পারমিট নিতে চাইছেন না! বাসের ক্ষেত্রেও সেটাই হবে।”
আদালতের নির্দেশ উপেক্ষা করে গায়ের জোরে বাস ধর্মঘট করলে সরকার পারমিট বাতিল করে দেবে বলে হুমকি দিয়েছেন পরিবহণমন্ত্রী। রবিবার বর্ধমানে এক সভার শেষে সাংবাদিকদের তিনি বলেন, “১৯ ও ২০ তারিখে যাঁরা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন, তাঁরা আসলে পূজোর মুখে রাজ্যকে সমস্যায় ফেলে দিতে চাইছেন। তাঁদের নামের তালিকা আমরা জোগাড় করছি। তাঁদের উদ্দেশে বলতে চাই, দরকার হলে কিন্তু সরকার পথে নামবে।”
পরিবহণমন্ত্রীর হুমকি প্রসঙ্গে মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির নেতা অবশেষ দাঁ বলেন, “পারমিট বাতিল করার অধিকার সরকারের রয়েছে। সেটা তাদের ব্যাপার। দিন-দিন জ্বালানির দাম বাড়ছে। তার পরিপ্রেক্ষিতেই আমরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছি। তার মূল্যায়ন না করে সরকার যদি পারমিট বাতিল করে, সেটা ন্যায্য বিচার হবে না।” অবশেষবাবুর দাবি, “সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি বলেই আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি। তাই পারমিট বাতিলের সিদ্ধান্ত অনৈতিক। তবে এই হুমকি সত্ত্বেও আমরা ধর্মঘটের ডাক থেকে সরছি না।”
বেসরকারি বাসমালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো সরকারকে মুচলেকা দিয়ে বলিনি, ধর্মঘট করব না! আমাদের ভাড়া রাজ্য সরকার বাড়ায়। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া না বাড়ালে আমরাও তো পরিষেবা দিতে পারব না। এই অবস্থায় ভাড়া বাড়ানোর দাবিতে আমরা তো আন্দোলনে নামবই। তার পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তাঁর দাবি, পরিবহণমন্ত্রীর বক্তব্য একেবারেই রাজনৈতিক। তপনবাবুর মতে, “এ সব রাজনৈতিক কথা বলে কোনও লাভ নেই। তা ছাড়া, ১৯ এবং ২০ তারিখ অন্তত ৩০ হাজার বাস চলবে না। পারলে মন্ত্রী সব বাসের পারমিট বাতিল করে দিন! তা হলে কিন্তু রাজ্য জুড়ে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে।”
সরকার ভাড়া বাড়ানো নিয়ে আলোচনায় না বসলে ধর্মঘট প্রত্যাহারেরও প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন তপনবাবু। তিনি বলেন, “সরকার অতীতে অনেক আশ্বাস দিয়েও তা রাখেনি। এখন আমাদের স্পষ্ট বক্তব্য, ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা ডাকলে আমরা ধর্মঘটের রাস্তা থেকে সরে আসব। না হলে, ১৯ এবং ২০ তারিখ ধর্মঘট হবেই।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.