টুকরো খবর
স্কুলভোটে গোলমাল
স্কুল-ভোটকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল ইঁদপুর থানার জোড়দা। রবিবার জোড়দা গার্লস হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে সিপিএম। সিপিএম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূল তা মানেনি। ওই স্কুলে ছ’টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হন। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ওই স্কুল চত্বরের আশেপাশে জমায়েত ছিল। পুলিশ তাঁদের সরিয়ে দেয়।” জোড়দা গার্লস হাইস্কুলের পরিচালন সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। সিপিএম, তৃণমূল দু’দলই সব ক’টি আসনেই প্রার্থী দেয়। এ বার পঞ্চায়েত ভোটে জোড়দার রঘুনাথপুর পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হওয়ায় তারা ওই স্কুলের পরিচালন সমিতির ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিল। সিপিএমও দখলে আনতে চেষ্টার কসুর করেনি। দু’পক্ষের কর্মী-সমর্থকরা এ দিন সকাল থেকেই স্কুল এলাকায় জড়ো হয়। আশেপাশে মোতায়েন ছিল পুলিশও। ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে গণ্ডগোল বাধে দু’দলের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিমা পণ্ডার দাবি, “স্কুলের ভিতরে গণ্ডগোল হয়নি। সুষ্ঠু ভাবে ভোট হয়।” সিপিএমের ইঁদপুর জোনাল কমিটির সম্পাদক সুনীল গোস্বামীর অভিযোগ, “পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকেরা রড ও লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে। কয়েকজন জখম হন। দলীয় সমর্থক ভোটারদেরও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়।” তৃণমূলের ইঁদপুর ব্লক সভাপতি প্রদীপ চক্রবর্তীর পাল্টা দাবি, “সিপিএমের বহিরাগতদের হামলায় আমাদেরই কিছু কর্মী আহত হয়েছেন। আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগ মিথ্যা।”

ফব ছেড়ে তৃণমূলে
ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি বলে পরিচিত বাঘমুণ্ডিতেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের তিনি নেতা। তৃণমূল সূত্রে খবর, দলত্যাগীরা হলেন ফরওয়ার্ড ব্লকের বাঘমুণ্ডি জোনাল কমিটির সভাপতি কৃপাসিন্ধু মাহাতো, বাঘমুণ্ডি পূর্ব লোকাল কমিটির সম্পাদক কাশীনাথ মাঝি ও লোকাল কমিটির সভাপতি জানকী মাহাতো। শনিবার বিকেলে সরাকডি উচ্চ বিদ্যালয় ময়দানে এক প্রকাশ্য সভায় ওই তিন নেতার সঙ্গে কয়েকশো কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন বলে জানিয়েছেন তৃণমূলের বাঘমুণ্ডি ব্লক যুব সভাপতি শশীপ্রসাদ মাহাতো। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি নিশিকান্ত মেহেতা বলেন, “সংগঠন সাজানোর জন্য বাঘমুণ্ডির সব কমিটিই ভেঙে দেওয়া হয়েছে। ওঁরা তাই কোনও পদে ছিলেন না।”

চিকাগো বক্তৃতার স্মরণে সভা
স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১২১তম বর্ষ স্মরণে রবিবার এক অনুষ্ঠান হল কাশীপুর পঞ্চকোটরাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠে। উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সুখানন্দ, নিবেদিতা বিদ্যাপীঠের সভাপতি স্বামী ভাস্করানন্দ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, সভাপতি সৌমেন বেলথরিয়া। বর্তমান জীবনে পড়ুয়া ও অভিভাবকদের কাছে স্বামীজির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বাজ পড়ে মৃত ২
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। পাত্রসায়র থানার বরুজপোতা গ্রামে শনিবার দুপুরে দোকান বন্ধ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় গণেশ পাল (৩০) নামের এক ব্যবসায়ী। পাত্রসায়রের বারাবন গ্রামে তাঁর বাড়ি। সেই সময়েই বাঁকুড়া সদর থানার বগা ভূতশহর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম ঝুনু বাউড়ি (২৭)।

স্টুডিও-তে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত হল বিষ্ণুপুরের বাঁকাদহের একটি ফটো স্টুডিও। রবিবার দুপুরের ঘটনা। দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। দোকান মালিক তপন নন্দীর দাবি, “আগুনের গ্রাস থেকে ক্যামেরা, কম্পিউটার, জেরক্স মেশিন কিছুই বাঁচাতে পারিনি।”

চোলাই বিক্রি, ধৃত
বেআইনি ভাবে দেশি, বিদেশি মদ ও চোলাই বিক্রির অভিযোগে শনিবার রাতে হিড়বাঁধের মলিয়ান থেকে এক হোটেল মালিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অলোক কুম্ভকার। রবিবার খাতড়া আদালতে তোলা হলে ধৃতের জামিন মঞ্জুর হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.