বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সকলকে একটি ঘরে আটকে লুঠপাট চালিয়ে চম্পট দিল এক দল দুষ্কৃতী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের ছোটফোকল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাত সাড়ে ১২টা নাগাদ জনা চারেকের সশস্ত্র এক দুষ্কৃতীদল সাধন হালদারের বাড়িতে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সব সদস্যকে একটি ঘরে আটকে রেখে লুঠপাট চালায়। সাধনবাবুর দাবি, দুষ্কৃতীরা নগদ আট হাজার টাকা ও বেশ কিছু সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় অভিযোগ দায়ের হলেও রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
সেতুতে যাতায়াত নিয়ে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় বাগদার বাগী এলাকায়। জখম চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় পুলিশ পিকেট বসে। সিপিএমের অভিযোগ, ওই এলাকায় কোদালিয়া নদীর উপরে সেতু দিয়ে যাতায়াতের জন্য তাঁদের সমর্থকদের থেকে টাকা আদায় করছিল তৃণমূল। তাই যাতায়াতের বিকল্প উপায় নিয়ে বৈঠক সেরে ওই রাতে কয়েক জন সিপিএম সমর্থক সেতু ধরে ফিরছিলেন। তখনই তৃণমূলের লোকজন চড়াও হয়। তৃণমূল হামলা বা টাকা আদায়ের অভিযোগ মানেনি। তাদের দাবি, গ্রাম্য বিবাদের জেরে ওই গোলমাল হয়েছে।
|
ক্যানিং স্টেশন লাগোয়া এলাকায় আবর্জনার স্তূপ থেকে রবিবার সকালে এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শিশুটির দেহে লাগানো হাসপাতালের স্টিকারে নাম লেখা ছিল ইর্জা সিংহ। শয্যা নম্বর, ১৫৮। ১১ সেপ্টেম্বর তার জন্ম এবং ১৩ সেপ্টেম্বর সে মারা গিয়েছে। তবে স্টিকারে হাসপাতালের নাম ছিল না।
|
সপ্তম শ্রেণির দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাফিয়ার গাজি। অশোকনগর থানার মাগুরখালি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। ওই রাতে পুলিশ গ্রামে গিয়ে বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, বৃহস্পতিবার ক্লাসে ওই শিক্ষক তাকে ও তার এক বান্ধবীকে মারধর করেন। তাদের শ্লীলতাহানি করা হয়। পুলিশ জানায়, আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। |