টুকরো খবর
দুর্গত তালিকা নিয়ে বিরোধ
দুর্গতদের তালিকা নিয়ে বিরোধে তৃণমূল সদস্যদের মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। এতে তৃণমূলের চার জন মহিলা সদস্য আহত হন বলে অভিযোগ। শনিবার নন্দকুমারে দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ঘটনাটি ঘটে। ওই পঞ্চায়েত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭৫ জনের তালিকা তৈরি করেছিল। মুখ্যমন্ত্রীর সভায় ত্রাণ বিলির জন্য ব্লক প্রশাসন ২৫ জনের তালিকা চেয়েছিল। তৃণমূল সদস্যদের অভিযোগ, যে ২৫ জনের নাম পাঠানো হয়, তার মধ্যে ১০ জন সম্পন্ন। বিতর্কের জেরে ওই পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রীর সভায় কাউকে পাঠানো হয়নি। শনিবার পঞ্চায়েতের সাধারণ সভায় ওই প্রসঙ্গ উঠলে সিপিএম-তৃণমূল অশান্তি বাধে। তখন তৃণমূলের রঙ্গিণী বেরা, রুনু বর্মণ, শম্পা বিন্দাই ও শম্পা ধাড়াকে সিপিএমের লোকজন মারধর করে বলে অভিযোগ। সিপিএমের দাবি, প্রকৃত দুর্গতরাই বিক্ষোভ দেখিয়েছে। মারধরের অভিযোগ মিথ্যা।

খুনের চেষ্টার কিনারা হলদিয়ায়
মোবাইল ফোনের সূত্র ধরে হলদিয়ায় ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনার কিনারা করল পুলিশ। ওই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে শনিবার পুলিশ এক মহিলা সহ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন মহিষাদল থানার কেশবপুর জলপাই গ্রামের পূর্ণিমা করণ ও নন্দকুমার থানার কালিয়াচক জলপাইয়ের সৌমেন হাজরা। রবিবার ধৃতদের হলদিয়া এসিজেএম আদালতে তোলা হলে পূর্ণিমা দেবীর চোদ্দো দিনের জেল হেফাজত ও সৌমেনবাবুর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাতে কেশবপুর জলপাই গ্রামের ব্যবসায়ী বাবুলাল সাঁতরাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করা হয়। গ্রামেরই খালের পাড় থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে।

শিক্ষণ শিবির
রবিবার ‘ঝাড়গ্রাম বিবেকানন্দ যুব পাঠচক্রে’র উদ্যোগে যুব শিক্ষণ শিবির হল ননীবালা বালক বিদ্যালয়ের সভাঘরে। বিবেকানন্দের আদর্শ মেনে ছাত্র-যুবদের চরিত্রগঠন ও উন্নত মানুষ হওয়ার পন্থা নিয়ে আলোচনা করেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের স্বামী প্রতিবোধানন্দ, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত দত্ত, কেন্দ্রীয় প্রতিনিধি বেণীমাধব গোস্বামী।

সার চুরি, ধৃত দুই
মালগাড়ির ওয়াগন থেকে রাসায়নিক সারের বস্তা চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে ধরল রেল সুরক্ষা বাহিনী। ধৃত শেখ মনতাজ ও শেখ খলিলের বাড়ি মহিষাদল থানার মাশুড়িয়া গ্রামে। ধৃতদের কাছ থেকে ১২ বস্তা সার উদ্ধার হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া-পাঁশকুড়া শাখায় মহিষাদল ও বরদা স্টেশনের মাঝে চুরির ঘটনাটি ঘটে। ধৃতদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।

প্রস্তুতি বৈঠক
শারদোৎসব নির্বিঘ্ন করতে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল প্রশাসন। পটাশপুর থানার ৫ নম্বর অঞ্চলের সভাঘরে বৈঠকে ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ও পুলিশ আধিকারিকরা। এসডিপিও রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে। বিসর্জনেও বিশেষ অনুমতি নিতে হবে।”

মদের ঠেক ভাঙচুর
রবিবার এগরা ২ ব্লকের সাহাপুর ও বালিঘাই বাজারে মদের ঠেক ভাঙল তৃণমূল যুব সংগঠনের কর্মী ও স্থানীয় মহিলারা। সাহাপুরে হরিপদ গিরি ও তারাপদ গিরির মদের ঠেক ভাঙার জন্য প্রশাসনকে বলেও লাভ হয়নি বলে অভিযোগ। বাসিন্দারা এ দিন হরিপদকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তৃণমূলের জয়
সিপিএম মনোনয়ন জমা না দেওয়ায় স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। হলদিয়ার মনোহরপুর হাইস্কুলের ওই নির্বাচনে ছ’টি আসনেই জিতেছে তৃণমূল। সিপিএম মনোনয়নে বাধার অভিযোগ করলেও তা উড়িয়ে দিয়েছে তৃণমূল।

পুজোর গাইড ম্যাপ
বিশ্বকর্মা পুজোর আগে রবিবার হলদিয়ার গাইড ম্যাপ প্রকাশ করলেন পুলিশ সুপার সুকেশ জৈন। হলদিয়া ভবনে ওই অনুষ্ঠান হয়। হলদিয়া মহকুমার পুজোগুলি ম্যাপে স্থান পেয়েছে।

করম পরব
ছবি: দেবরাজ ঘোষ।
শস্যের সমৃদ্ধি ও সন্তান কামনায় করম গাছকে দেবতা রূপে পুজো করেন জঙ্গলমহলের কুরমি (মাহাতো)-সহ মূলবাসীরা। রবিবার ভাদ্র মাসের পার্শ্ব একাদশীর সন্ধ্যায় কুমারী ও এয়োস্ত্রী-দের নিবেদন করা নৈবেদ্যে ‘করম ঠাকুর’এর পুজো করেন ‘লায়া’ (পুজারি)। লোকশিল্পী ও সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায়ের মতে, “করমের অর্থ কর্ম। আর কর্মই ধর্ম। করমপুজোয় অঙ্কুরিত ডালশস্যকে প্রজননের প্রতীক মনে করা হয়।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.