রাজ্যের সমালোচনা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার ও কোচবিহার |
ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে বন দফতর উদ্যোগী নয় বলে বলে পুর নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকারকে দুষলেন রেল দফতরের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রবিবার আলিপুরদুয়ারে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রেল প্রতিমন্ত্রী। অধীর বলেন, “ডুয়ার্সের ঘন জঙ্গলের ভিতর দিয়ে রেলপথ বা সড়ক কোনওটাই থাকা উচিৎ নয়। তবে উন্নয়নের ধারা বজায় রাখতে ট্রেন তো চালাতেই হবে। অনেক ব্যয় হচ্ছে জেনেও লোহার পাতের বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর বন দফতর আমাদের শুধু পরামর্শই দিচ্ছে, অথচ নিজেদের কাজ করছে না।”
পুরনো খবর: জঙ্গলপথে কম ট্রেন চালাতে দাবি
|
লক-আপে সাপের কামড়ে জখম বন্দি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
থানার লক-আপে সাপের কামড়ে জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হল এক বন্দি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির মাটিগাড়া থানার লক-আপে। জখম বন্দির নাম সুরজ সরকার ওরফে জাহাঙ্গির আলম। তার বাড়ি হলদিবাড়িতে। গত বছর শিলিগুড়ি থানার অধীনে একটি ধর্ষণের মামলায় তাঁকে এ দিনই গ্রেফতার করা হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “জাহাঙ্গিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।”
|
প্রাণিস্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন পশ্চিম মেদিনীপুর ইউনিটের উদ্যোগে রবিবার লালগড়ের নেতাই গ্রামে প্রাণিস্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। সহায়তায় লালগড় পঞ্চায়েত। সংগঠনের জেলা সম্পাদক সুশান্তকুমার মান্না জানান, গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিলি, টিকাকরণ হয়। |