রাতুরিয়া-অঙ্গদপুর
পুজোর আগেই চালু ফেরো অ্যালয়
পুজোর আগেই ফের উৎপাদন শুরু হতে চলেছে দুর্গাপুরের ফেরো অ্যালয় কারখানায়। শনিবার ডেপুটি লেবার কমিশনারের দফতরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে ১৯৯৭ সালে সিলিকো ম্যাঙ্গানিজ ও ফেরো ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য বিএসএসএল এই কারখানাটি গড়ে। দেশের নানা সরকারি ও বেসরকারি সংস্থা ছাড়াও পণ্য রফতানি করা হয় ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু ১ সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষ আচমকা নোটিশ দেয়, বাজারের অবস্থা ভাল নয়। উৎপাদন আপাতত বন্ধ করে দেওয়া হল। পুজোর মুখে কাজ হারিয়ে বিপাকে পড়েন কারখানার প্রায় সাড়ে পাঁচশো স্থায়ী ও ঠিকা কর্মী। নোটিশে ঠিকা সংস্থাকে ফের না জানানো পর্যন্ত ঠিকা শ্রমিক সরবরাহেও নিষেধ করা হয়। ক্ষুব্ধ কর্মীরা কারখানার গেটে ভাঙচুর চালান। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রহরার ব্যবস্থা করে প্রশাসন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় কাঁচামাল আমদানির খরচ বেড়েছে, পণ্যের চাহিদাও কমেছে। তাঁদের দাবি, গত কয়েক মাস ধরে অন্য খাতের টাকা ভর্তুকি দিয়ে ফেরো অ্যালয় কারখানাটি চালানো হয়েছে। পরিস্থিতি না বদলালে উৎপাদন সম্ভব নয়। তবে কর্তৃপক্ষের দাবির সঙ্গে সহমত হননি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি সাফ জানান, কোনও অবস্থাতেই কারখানা বন্ধ রাখা যাবে না। সরকারের তরফে সাহায্যেরও আশ্বাস দেন তিনি।
পরে আইএনটিটিইউসি-র পক্ষ থেকে কারখানায় ফের উৎপাদন শুরু করার জন্য শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আর্জি জানানো হয়। ৪ সেপ্টেম্বর বৈঠক ডাকা হয়। কিন্ত কর্তৃপক্ষ আসেননি। পরে কলকাতায় শ্রম দফতরে ১১ সেপ্টেম্বর এক দফা বৈঠক হয়। তবে সমাধানসূত্র বেরোয়নি। এরপরে শনিবার দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনারের দফতরে ফের বৈঠক হয়। ডেপুটি লেবার কমিশনারের দফতর সূত্রে খবর, রবিবার থেকে কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ প্রত্যাহার করে নিয়েছেন কর্তৃপক্ষ। তবে উৎপাদন চালু করার জন্য কয়েকদিন সময় চেয়েছেন তাঁরা। ১ অক্টোবর থেকে উৎপাদন শুরু করবেন বলে চুক্তি সই করেছেন কর্তৃপক্ষ। কারখানা সূত্রে খবর, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর বিকল হয়ে গিয়েছে। সেটি সারাই না হলে উৎপাদন চালু করা সম্ভব নয়। তবে এর মধ্যেই তা সারানো হবে এবং অগস্ট মাসের বকেয়া বেতনও দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে আপাতত সমস্যা মিটেছে। শ্রমিকরা ফের কাজে যোগ দিয়ে খুশি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.