প্রতারকদের অপদস্থ করার পথেই হাঁটতে চায় কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রতারকদের নাম-পরিচয় জনসমক্ষে ফাঁস করে দিয়ে চূড়ান্ত অপদস্থ করা। প্রতারণার মোকাবিলায় এ বার এই অস্ত্র ব্যবহারের বিষয়টি ভেবে দেখছে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক। শেয়ার বাজারে লগ্নিকারীর পাওনা টাকা না-মেটালে বা বেআইনি ভাবে সাধারণ মানুষের থেকে তহবিল সংগ্রহ করলে, সেই সব অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার কর্তাদের নাম ও অন্যান্য তথ্য নিজেদের ওয়েবসাইট মারফত জনগণকে জানায় বাজার নিয়ন্ত্রক সেবি। ইচ্ছাকৃত ভাবে ঋণ শোধ না-করলে, খবরের কাগজে ছবি-সহ নাম প্রকাশ করতে শুরু করেছে ব্যাঙ্কও। এ বার প্রতারক বা ভুয়ো কর্পোরেট ও লগ্নি সংস্থা/ব্যক্তি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে দিতেও, এই ‘মানহানি’র পদ্ধতি প্রয়োগ করলেই ভাল হয় বলে জানিয়েছেন কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট। তবে তাঁর মতে, যেহেতু পদ্ধতিটির সঙ্গে কাউকে অপবাদ দেওয়া বা দুর্নাম রটানো জড়িয়ে, তাই আইনি দিকগুলি বিবেচনা করার পরই এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।
|
বাজারে নতুন স্মার্টফোন ব্ল্যাকবেরি ৯৭২০ আনল সংস্থা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ‘ব্ল্যাকবেরি ৭’ প্রযুক্তি চালিত ফোনটিতে যোগ করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য। রয়েছে ব্ল্যাকবেরির নিজস্ব বার্তা পাঠানোর প্রযুক্তি বিবিএম-ও। ওয়াই-ফাইয়ের সাহায্যে তা ব্যবহার করে বিনামূল্যেই বার্তা পাঠানো যাবে। ফোনটির দাম শুরু ১৫,৯৯০ টাকা থেকে। |