পাকিস্তানকে অস্ত্র সাহায্যের অভিযোগ ওড়াল ইজরায়েল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গোপনে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের অভিযোগ নস্যাৎ করে দিল ইজরায়েল। তাদের দাবি, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক যখন ক্রমশ মজবুত হচ্ছে, তখন এই প্রশ্ন ভিত্তিহীন।ইজরায়েলের রাষ্ট্রদূত অ্যালন উশপিজ জানান, অস্ত্র রফতানির বিষয়ে তাঁর দেশের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তাতে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানকে সাহায্য করার সম্ভাবনাই নেই। জুন মাসে ইজরায়েলের এক সংবাদপত্র দাবি করে, আধুনিক সামরিক সরঞ্জাম পাঁচ বছর ধরে পাকিস্তানকে সরবরাহ করছে ইজরায়েল। যুদ্ধবিমানে ব্যবহৃত অত্যাধুনিক গিয়ারের মতো যন্ত্রাংশও রয়েছে। তবে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কাজ তারা করেনি বলে তখনই দাবি করেছিল ইজরায়েল।উশপিজের বক্তব্য, ইজরায়েল থেকে নিরাপত্তার সামগ্রী সব চেয়ে বেশি কেনে ভারত। সেই নীতি বদলে পাকিস্তানের পাশে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই ইজরায়েলের।
|
ডায়ানা মৃত্যুরহস্য
সংবাদসংস্থা • লন্ডন |
যুবরানি ডায়ানার মৃত্যুতে ব্রিটিশ সেনার হাত আছে, গত মাসে সাত পাতার এমনই একটা চিঠি উস্কে দিয়েছিল যুবরানির মৃত্যু-রহস্য। এক নতুন রিপোর্টে দাবি, এমন কথা নাকি বলেছিলেন স্বয়ং যুবরাজ চার্লস। যে ব্রিটিশ সেনা(সোলজার এন)-র প্রাক্তন শ্বশুর-শ্বাশুড়ি হাতে লেখা চিঠিটি পাঠিয়েছিলেন, তাঁদের দাবি এক সময় স্পেশ্যাল এয়ার সার্ভিসের প্রশিক্ষণ নিতে এসেছিলেন চার্লস। তাঁদের প্রাক্তন জামাইয়ের সামনেই যুবরাজ বলেন, সেনাদেরই এক জন হত্যা করেছিল ডায়ানাকে। রাজপরিবার থেকেই এই নির্দেশ তাদের দেওয়া হয়েছিল। এই চিঠিটি পুলিশের হাতে আসার পর থেকে বহু বিতর্কিত এই মৃত্যু-রহস্য ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে বিশ্ব জুড়ে।
পুরনো খবর: ডায়ানার মৃত্যুরহস্য উস্কে দিল চিঠি
|
প্রবীণতম প্রয়াত
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মারা গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি সালুস্তিয়ানো সানচেজ। ১১২ বছর বয়সে মারা গেলেন তিনি। ১৯০১ সালে স্পেনে জন্মান সানচেজ। মাত্র দশ বছর বয়সে স্কুল পালিয়ে কিউবার একটি আখের খেতে কাজ শুরু করেন। এর পর চলে আসেন আমেরিকায়। সেখানে কয়লা খনিতে কাজ করেন। পরে অবশ্য স্পেনের এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে যথেষ্ট নাম করেছিলেন তিনি।
|
বিস্ফোরণে হত তিন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
আইডি বিস্ফোরণে নিহত হলেন দুই উচ্চপদস্থ অফিসার-সহ তিন পাক সেনা। রবিবার খাইবার পাখতুনখোওয়া প্রদেশের পাক-আফগান সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে এক জন সোয়াট ডিভিশনের কম্যান্ডার এবং অন্য জন লেফটেন্যান্ট কর্নেল। |